1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা মহামারি সম্পর্কে ভুয়া তথ্য ছড়াচ্ছে রাশিয়া?

২৯ জুলাই ২০২০

অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতে রুশ গোয়েন্দারা ভুয়া দাবি ছড়াচ্ছে বলে মার্কিন গোয়েন্দারা অভিযোগ করছেন৷ সংবাদ সংস্থা এপি-র সঙ্গে সাক্ষাৎকারে কয়েকজন কর্মকর্তা বক্তব্য রেখেছেন৷

https://p.dw.com/p/3g6CJ
USA New York Coronavirus
ছবি: picture-alliance/AP Photo/K. Willens

করোনা ভাইরাস সম্পর্কে ভুল ধারণাও যে সংক্রমণ ছড়ানোর পেছনে অন্যতম কারণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর, অসৎ দাবি ও গুজব ছড়িয়ে পড়ায় অনেক মানুষ এমন অবাস্তব ‘খবর' বিশ্বাস করে বিপজ্জনক আচরণ করছেন৷ এই সব ভুয়া খবরের উৎস ও এর পেছনে উদ্দেশ্য নিয়ে অনেক জল্পনাকল্পনা রয়েছে৷ এবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি তিনটি ইংরেজি ওয়েবসাইট চিহ্নিত করেছে, যেখান থেকে করোনা ভাইরাসের মহামারি সম্পর্কে ভুয়া খবর ছড়ানো হচ্ছে৷ বিভিন্ন সূত্র উদ্ধৃত করে ও নিজস্ব পরিচয় যতটা সম্ভব গোপন রেখে ভুয়া খবর বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টাও নাকি করা হচ্ছে৷ আগামী নভেম্বর মাসে অ্যামেরিকায়  প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনা সংকটের ফায়দা তুলতেই এমনটা করা হচ্ছে বলে গোয়েন্দা সংস্থাগুলি দাবি করছে৷

এমন সুপরিকল্পিত প্রচার অভিযানের পেছনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে মার্কিন গোয়েন্দারা মনে করছে৷ সে দেশের সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-র দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে এ জন্য দায়ী করা হচ্ছে৷ সংবাদ সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা এমন দাবি করেছেন৷ অ্যামেরিকা তথা পশ্চিমা বিশ্বে করোনা সংকট নিয়ে মিথ্যা খবর ছড়াতেই এমনটা করা হচ্ছে বলে তারা মনে করেন৷ ‘ক্লাসিফাইড’ বা অতি গোপনীয় এই তথ্য নিয়ে আরও খোলাখুলি আলোচনা সম্ভব করতে মার্কিন কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ায় এই কর্মকর্তারা নাকি মুখ খুলেছেন৷

এপি-র সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা এই অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরেন৷ তাদের মতে, চলতি বছরের মে থেকে জুলাই মাসের শুরু পর্যন্ত এই সব চিহ্নিত ওয়েবসাইটে করোনা মহামারি মোকাবিলায় পদক্ষেপ সম্পর্কে প্রায় দেড়শো প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেগুলিতে রাশিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং অ্যামেরিকার অবস্থান দুর্বল দেখানোর চেষ্টা চালানো হয়েছে৷ এমনকি করোনা সংকট মোকাবিলায় রাশিয়া অ্যামেরিকাকে আপদকালীন সাহায্য দিয়েছে বলেও দাবি করা হয়েছে৷ ‘চীনের বিশ্বাস, কোভিড-১৯ আসলে জৈব অস্ত্র' – এমন শিরোনামেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ অর্থাৎ চীনের সরকারি বিবৃতিও সেখানে তুলে ধরা হয়েছে৷

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সে দেশে জনমতের উপর প্রভাব বিস্তার করতে রাশিয়ার ভূমিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগের প্রেক্ষাপটে গোয়েন্দা সংস্থার নতুন দাবি বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ উল্লেখ্য, গত শুক্রবার মার্কিন প্রশাসনের প্রধান কাউন্টার-ইনটেলিজেন্স কর্মকর্তা বিরল এক বিবৃতিতে ইন্টারনেটে রাশিয়ার লাগাতার অসাধু কার্যকলাপ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ তবে করোনা সংকট সম্পর্কে ভুয়া দাবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া রাশিয়া এবার ঠিক কী করার চেষ্টা করছে, মার্কিন গোয়েন্দারা সে বিষয়ে কোনো মন্তব্য করেন নি৷

এসবি/কেএম (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান