1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

২০ জুলাই ২০২০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান৷ তবে গত বছর সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া তিনজনের মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়েছে৷

https://p.dw.com/p/3fbO4
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান৷
ছবি: Mizan

সোমবার মাহমুদ মৌসাভি মাজদ নামের এক ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরের কাজ করার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান৷ মাজদ সত্তরের দশকে সপরিবারে সিরিয়ায় চলে যান৷ সেখানে ইংরেজি এবং আরবি ভাষার অনুবাদকের কাজ করতেন৷

ইরানের অনলাইন নিউজ পোর্টাল মিজান এক বিচারককে উদ্ধৃত করে জানায়, ‘‘গুপ্তচরবৃত্তির দায়ে মাহমুদ মৌসাভি মাজদের মৃত্যুদণ্ড সোমবার সকালে কার্যকর হয়েছে৷ এর ফলে তার বিরুদ্ধে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগের মামলাটি চিরতরে শেষ হলো৷’’

মাজদের বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে রেভোল্যুশনারি গার্ড বাহিনি কুদসের সাবেক প্রধান কাশেম সোলেইমানি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন৷ গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত সোলাইমানি বা কুদসের সঙ্গে মাজদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না৷ তবে আরবি এবং ইংরেজি ভাষায় দক্ষতার সুবাদে অনুবাদকের কাজ করার সুযোগ পেয়ে ইরানের সেনাবাহিনির অনেক গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতেন৷ গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ ছিল তার৷ 

সোলেইমানির সম্পর্কে তথ্য পাচারের অভিযোগে ২০১৮ সালে প্রথমবারের মতো গ্রেপ্তার করা হয় তাকে৷ তবে সেবার কিছুদিন পর ছেড়ে দেয়া হয়েছিল৷

তিনজনের মৃত্যুদণ্ড স্থগিত

সম্প্রতি সিআইএর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তথ্য বিক্রির অভিযোগে রেজা আসগরি নামের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ 

মাজদের মৃত্যুদণ্ড এমন সময়ে কার্যকর হলো যখন ইরান জুড়ে হ্যাশট্যাগ ডোন্টএক্সিকিউট এবং হ্যাশট্যাগ স্টপ এক্সিকিউশইনইরান আন্দোলন৷ 

গত ডিসেম্বরে সরকারবিরোধী বিক্ষোভ মিছিল থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়৷ সিআইএর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে৷

এসিবি/ কেএম (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান