1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

ভাবমূর্তি উদ্ধারে মরিয়া ট্রাম্প

১৬ জুলাই ২০২০

অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের চার মাসও বাকি নেই৷ জনপ্রিয়তা কমে চলায় প্রচার অভিযানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে বরখাস্ত করে নতুন করে ভোটারদের মন জয় করার চেষ্টা শুরু করলেন ট্রাম্প৷

https://p.dw.com/p/3fONP
ছবি: picture-alliance/AP Photo/E. Vucci

প্রেসিডেন্ট হবার পর থেকে যাবতীয় সমালোচনার মুখেও ডনাল্ড ট্রাম্প এতকাল নিজস্ব অবস্থানে অটল থেকেছেন৷ সমালোচনার তোয়াক্কা করেননি৷ নিজের অনুগামীদের অটুট সমর্থন তাঁকে সেই আত্মবিশ্বাস দিয়ে এসেছে৷ কিন্তু আগামী ৩রা নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে দুশ্চিন্তার মুখে পড়েছেন ট্রাম্প৷ কারণ, প্রায় সব জনমত সমীক্ষায় পিছিয়ে পড়েছেন তিনি৷ চার মাসেরও কম সময়ের মধ্যে ভোটারদের মধ্যে নিজের ভাবমূর্তির উন্নতির জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি৷

সেই প্রচেষ্টার আওতায় নিজের প্রচার অভিযান জোরদার করতে সবার আগে দীর্ঘদিনের ম্যানেজারকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট৷ ফেসবুকের মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন যে, তিনি ব্র্যাড পার্স্কালকে সরিয়ে বিল স্টেপিয়েনকে নিজের প্রচার অভিযানের দায়িত্ব দিচ্ছেন৷ ডিজিটাল পদ্ধতিতে তথ্য তুলে ধরার কৌশলকে প্রাধান্য দিতেই তিনি স্টেপিয়েনকে নিয়োগ করলেন বলে জানিয়েছেন ট্রাম্প৷ অবশ্য ধারাবাহিকতা বজায় রাখতে পার্স্কালকে উপদেষ্টা হিসেবে রেখে দিচ্ছেন তিনি৷

সম্প্রতি ট্রাম্পের প্রচারের সময়ে সমর্থকদের ভিড় দেখা যায়নি৷ গত মাসে ওকলাহামা রাজ্যে এক জনসভায় প্রায় খালি স্টেডিয়ামে তাঁকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল৷ ব্র্যাড পার্স্কালের পূর্বাভাষ সত্ত্বেও এমন অঘটন ঘটায় ম্যানেজার হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছিল৷ ট্রাম্প ও তাঁর জামাই জ্যারেড কুশনারের ঘনিষ্ঠ বলে পরিচিত বিল স্টেপিয়েন এর আগে হোয়াইট হাউসের ‘পোলিটিকাল ডায়রেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ এক বিবৃতিতে ট্রাম্প ২০১৬ সালের সফল প্রচার অভিযানে সক্রিয় ভূমিকার জন্য পার্স্কাল ও স্টেপিয়েনের প্রশংসা করেন৷ সেইসঙ্গে প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় কার্যকালের পূর্বাভাষ দেন তিনি৷

করোনা সংকটের মাঝে বিতর্কিত ভূমিকার কারণে অনুগামীদের একাংশেরও সমর্থন হারাচ্ছেন ট্রাম্প৷ মারাত্মক এই ভাইরাস সম্পর্কে তাঁর ঢিলেঢালা মনোভাব এবং এর অর্থনৈতিক ক্ষতি সামাল দিতে ব্যর্থতার কারণে তিনি প্রবল চাপের মুখে পড়েছেন৷ লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়ায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে৷ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন করোনা মহামারি নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতার অভিযোগ করে চলেছেন৷

প্রচার অভিযানের চূড়ান্ত পর্যায়ে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সংঘর্ষের উপর ভোটারদের রায় নির্ভর করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ ২০১৬ সালেও নির্বাচনের কয়েক মাস আগে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন জনমত সমীক্ষায় এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে ট্রাম্পের কাছে হেরে যান৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

২২ মে’র ছবিঘরটি দেখুন...