করোনা-বিক্ষোভ বেলজিয়াম, অস্ট্রিয়াতেও
১ ফেব্রুয়ারি ২০২১ইউরোপে আবার করোনা ছড়াচ্ছে। তারপরই ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়েছে লকডাউন। সেই সঙ্গে করোনা-কড়াকড়ির বিরুদ্ধে শুরু হয়েছে প্রবল প্রতিবাদ। আমস্টারডাম সহ নেদারল্যান্ডসের একাধিক শহরে করোনা-কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভে সহিংসতা হয়েছে। আগে জার্মানিতেও বিক্ষোভ হয়েছে। লেবানন জ্বলছে। টিউনিশিয়ায় সেনা নামাতে হয়েছে। এবার ব্রাসেলস ও ভিয়েনাতেও প্রবল বিক্ষোভ হয়েছে। পুলিশ প্রচুর বিক্ষোভকারীকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, ব্রাসেলসে করোনা-বিরোধী বিক্ষোভের অনুমতি ছিল না। তা সত্ত্বেও সামাজিক মাধ্যমে বিক্ষোভের ডাক দেয়া হয়। কয়েকশ মানুষ শহরের বিভিন্ন জায়গায় জড়ো হন। পুলিশ অন্তত চারশজনকে আটক করেছে।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অধিকাংশ বিক্ষোভকারীকে ট্রেন স্টেশনের বাইরে থেকে আটক করা হয়। পরে তাঁদের পরিচয় জেনে নিয়ে এক এক করে ছেড়ে দেয়া হয়। প্রতিবেশী নেদারল্যান্ডসে করোনার কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেয়ার পরই বেলজিয়ামের রাস্তায় পুলিশের সংখ্যা প্রচুর বাড়ানো হয়েছে। জরুরি কাজ ছাড়া ১ মার্চ পর্যন্ত কেউ ব্রাসেলসের বাইরে যেতে পারবেন না। বেলজিয়ামে করোনায় মৃত্যুহার ইউরোপের মধ্যে সব চেয়ে বেশি।
অস্ট্রিয়াতেও লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি দেয়া হয়নি। কিন্তু ভিয়েনাতে বিক্ষোভকারীরা জমায়েত হন এবং তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ভিয়েনায় অতি-দক্ষিণপন্থী ফ্রিডম পার্টি এই বিক্ষোভের ডাক দিয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয় তারা। প্রায় পাঁচ হাজার মানুষ সিটি সেন্টারের কাছে জমায়েত হন। অনেকের মুখেই মাস্ক ছিল না। পুলিশ তাঁদের মিছিল করতে দেয়নি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়।
জিএইচ/এসজি(এপি, রয়টার্স)