‘কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন'
৩১ আগস্ট ২০১৬ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল-মাহমুদ বলেন, তাদের একটি দল বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনারায় গ্রাম থেকে ওবায়েদকে আটক করে৷
অন্যদিকে নীলফামারীর সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির বলছেন, ডোমার উপজেলার সোনারাই বাজার থেকে পুলিশের একটি দল ওবায়েদকে আটক করেছে৷ ঢাকায় পুলিশ ও র্যাব সদরদপ্তর থেকেও এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে৷
সংগীত শিল্পী এলিটা করিম টুইটারে শেয়ার করেছেন সংবাদটি৷
অপু মাহফুজ ফেসবুক পাতায় লিখেছেন,
‘‘দুই হাত জোড় করে অনুরোধ করি নীতিনির্ধারকদের, আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন, আপনারা এমন কড়া, এমন ভয়াবহ বিচারের ব্যবস্থা করুন যাতে বাংলাদেশের প্রতিটা স্কুল ছাত্রীর বাবা-মা নির্ভরতা পান, নিশ্চিন্ত থাকেন মেয়েকে স্কুলে পাঠিয়ে৷ এইসব পশুদের বুঝিয়ে দিন কেউ আইনের ঊর্ধ্বে নয়৷''
লুৎফর রহমান হিমেল লিখেছেন,
হতভাগ্য স্কুলছাত্রী রিশার অভিভাবকরা অভিযোগ করেছেন, ‘‘রিশা ছুরিকাহত হয় স্কুলের সামনের ফুটওভার ব্রিজে৷ কিন্তু তখন স্কুলের গাড়িটা পাশেই ছিল, কর্তৃপক্ষ তাকে গাড়িটা দেয়নি৷ কোনো শিক্ষক এগিয়ে আসেননি৷ পুলিশ কেস হবে বলে স্কুল কর্তৃপক্ষ এগিয়ে আসেনি৷''
তিনি লিখেছেন, ‘‘ঘাতক ওবায়দুল ছাড়াও এই স্কুল প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই৷ স্কুল কর্তৃপক্ষ অভিভাবকতো দূরের কথা, সরকারকেও পাত্তা দেয় না৷ একটি স্বাধীন দেশে এরা শিক্ষাবাণিজ্য করবে, অথচ জবাবদিহিতার মধ্যে থাকবে না! এটা কি করে সম্ভব?''
বিভিন্ন গণমাধ্যমেও শিরোনাম ছিল এটি৷
সাদিয়া রিয়া ফেসবুকে লিখেছেন, ‘‘রিশার হত্যাকারী গ্রেপ্তার, দ্রুততম সময়ে বিচার শেষ করা হোক৷''
আতিক রহমান লিখেছেন, ‘‘পুলিশ চাইলে সবই পারে৷ রিশার হত্যাকারী ওবায়দুলকে ঠিকই নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সমর্থ হল৷ কিন্তু অতীতের অনেক ঘটনার খল নায়করা আজ পর্যন্ত বিচারের আওতায় এলো না৷''
মো. রাকিবুল ইসলাম লিখেছেন, ‘‘রিশার হত্যাকারী একজন দর্জি, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ কিন্তু তনুর হত্যাকারীরা দেশ নিয়ন্ত্রণ করে৷ তাই তাদের গ্রেপ্তার করা হয়নি, কারণ যদি অভ্যুত্থান ঘটিয়ে ফেলে৷''
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা (১৪) গত বুধবার স্কুলের সামনের ফুটওভারব্রিজে এক যুবকের ছুরিকাঘাতে আহত হয়৷ তিনদিন পর রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়৷
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: দেবারতি গুহ