ওকলাহোমায় মেডিক্যাল সেন্টারে গুলি, মৃত পাঁচ
২ জুন ২০২২অ্যামেরিকাজুড়ে এখন প্রবল বিতর্ক শুরু হয়েছে বন্দুক-সহ অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করা নিয়ে। প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে। সম্প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গ উঠেছিল। কারণ, আর্ডার্ন নিউজিল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণ চালু করেছেন। অ্যামেরিকায় বন্দুক ও তার লাইসেন্স সহজেই পাওয়া যায়। বন্দুকধারীরা স্কুলে গিয়ে বাচ্চাদের মারছে, শপিং কমপ্লেক্সে গিয়ে মানুষ মারছে, বুধবার ওকলাহোমায় মেডিক্যাল সেন্টারে গিয়ে গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীও মারা গেছে। সে কেন গুলি চালালো, তা বোঝা যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে, ওকলাহোমা শহর থেকে ১৬০ কিলোমিটার দূরে টুলসায়। সেখানে চার লাখের মতো মানুষ বাস করেন।
গুলিচালনা নিয়ে যা জানা গেছে
ক্যাপ্টেন রিচার্ড মিউলেনবার্গ এবিসি-কে জানিয়েছেন. স্থানীয় পুলিশকে ফোনে কেউ জানান, এক বন্দুকধারী মেডিক্যাল ক্যাম্পাসের একটি বাড়ির দোতলায় ঢুকেছে। যখন পুলিশ সেখানে পৌঁছায়, ততক্ষণে সেখানে বন্দুকধারী তাণ্ডব চালিয়ে ফেলেছে। কয়েকজন বন্দুকের গুলিতে মৃত। কয়েকজন আহত অবস্থায় পড়ে আছেন। বন্দুকধারীর কাছে বড় রাইফেল ও পিস্তল ছিল।
লাগাতার চলছে
মে মাসেই অ্যামেরিকায় দুইটি বড় গুলিচালনার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে টেক্সাসে বন্দুকধারী স্কুলে ঢুকে ১৯টি বাচ্চা ও দুই শিক্ষককে গুলি করে হত্যা করেছে। এর আগে নিউ ইয়র্কের বাফালোতে এক বন্দুকধারী গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করেছিল।
এবার ওকলাহোমাতে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটলো।
জিএইচ/এসজি (এপি, রয়টার্স)