1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকের শিশুদের জন্য মানবিক সাহায্য?

২২ জুন ২০১৭

ইরাকে তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে জাতিসংঘ৷ এক রিপোর্টে জানিয়েছে, ইরাকে জরুরিভিত্তিতে ৫০ লাখেরও বেশি শিশুর মানবিক সাহায্য দরকার৷

https://p.dw.com/p/2fAL4
ছবি: Reuters/S. Salem

জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইরাক জুড়ে এসব শিশু প্রতিদিন নৃশংস ও ভয়াবহ সহিংস ঘটনার সাক্ষী হচ্ছে৷ সাম্প্রতিক সময়ের ভয়াবহ এই যুদ্ধে সেখানকার শিশুরা হত্যা, নির্যাতন, গুম এবং নৃশংসতার শিকার হচ্ছে৷''

মোসুলে ইসলামিক স্টেটের জঙ্গিরা আত্মরক্ষার জন্য প্রায়ই শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে এবং তাদের হত্যা করে৷ বিভিন্ন পরিবারকে শিক্ষা দিতে তারা শিশুদের প্রতি বর্বর আচরণ করে৷ শিশুদের নির্যাতন করে তারা পরিবারকে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য করে৷

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, মোসুলের পুরোনো শহরের কেন্দ্রটি এখনো জঙ্গিদের দখলে৷ সেখানে ১ লাখেরও বেশি মানুষ আটকা পড়েছে, যাদের মধ্যে অর্ধেকই শিশু৷

২০১৪ সালে ইরাকের বেশিরভাগ শহর জঙ্গিরা দখল করলে সেসময় থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ১ হাজার ১০০ জন৷ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪ হাজার ৬৫০ জন শিশু৷

২০১৫ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত যৌথ বাহিনীর আক্রমণের পরইরাকের অনেক শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জঙ্গিরা৷ মোসুলও শিগগিরই তাদের নিয়ন্ত্রণমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য