আরেকটি রানা প্লাজা দুর্ঘটনা এড়াতে যা প্রয়োজন
২২ এপ্রিল ২০১৫শুক্রবার রানা প্লাজা দুর্ঘটনার দুই বছর হচ্ছে৷ তার আগে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে এইচআরডাব্লিউ৷
এইচআরডাব্লিউ-র ইউরোপীয় শাখার মিডিয়া ডাইরেক্টর অ্যান্ড্রু স্ট্র্যোলাইন একটি ভিডিও টুইটারে শেয়ার করে লিখেছেন, রানা প্লাজার মতো আরেকটি দুর্ঘটনা এড়াতে হলে বাংলাদেশের পোশাক শ্রমিকদের তাঁদের নিরাপত্তা নিয়ে কথা বলার অধিকার দিতে হবে৷
এইচআরডাব্লিউ-র দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক জয়শ্রী বাজোরিয়া মনে করেন, আরেকটি রানা প্লাজা এড়াতে হলে সেসব মালিককে জবাবদিহিতার আওতায় আনতে হবে যারা শ্রমিকদের উপর হামলা চালায় আর ট্রেড ইউনিয়ন করতে বাধা দেয়৷
এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দাবি, রানা প্লাজার ঘটনায় হতাহতদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২৭ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্যে ১০৮ কোটি টাকা অব্যবহৃত রয়েছে৷
তবে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর দাবি, রানা প্লাজার নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা কোনো তহবিল নেই৷
বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘সলিডারিটি সেন্টার' বলছে, রানা প্লাজা দুর্ঘটনার দুই বছর পরেও পোশাক শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গড়তে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করার কাজে বাধা পাচ্ছে৷
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে৷ সেখানে দেখা যাচ্ছে নাসির নামে রানা প্লাজার ঘটনায় বেঁচে যাওয়া এক শ্রমিক কীভাবে নিজের চেষ্টায় মালিক হয়ে গেছেন৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন