1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আই পেইন্ট: অন্যরকম চিত্রকর্ম

২০ সেপ্টেম্বর ২০১৬

ডাচ চিত্রশিল্পী টাইমে টেরমাট অসাধারণ প্রতিভার অধিকারী৷ তিনি ভিন্নরকম একটি ভিডিওচিত্র নির্মাণ করেছেন যার নাম ‘আই পেইন্ট'৷ ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে কয়েক কোটি বার৷

https://p.dw.com/p/1K65M
Video Still Maler Thijme Termaat
ছবি: DW

বর্তমান যুগ ডিজিটাল৷ তাই আপনি যত অসাধারণ শিল্পীই হন, একটু ব্যতিক্রমী না হলে যেন আপনার কাজের সঠিক মূল্যায়ন হয় না৷ সে কারণেই টেরমাট অন্য এক পন্থা বেছে নিয়েছেন তার শিল্পীস্বত্তাকে সবার মাঝে পৌঁছে দিতে৷ আড়াই বছর ধরে একনাগারে ছবি এঁকেছেন তিনি৷

আর ঐ ছবিগুলোর পাশাপাশি ক্যামেরায় দেড় হাজার ‘টাইম ল্যাপস' ছবি তুলেছেন কখনো নিজে মডেল হয়ে , কখনো অন্য মডেলদের নিয়ে৷ এরপর সব ছবিকে ভিন্নভাবে জুড়ে দিয়ে একটি ভিডিও নির্মাণ করেছেন৷ তার এত কষ্ট আর পরিশ্রম বৃথা যায়নি৷ ইউটিউবে এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১৭ লাখ বার৷ ওয়েবসাইটে দেখা হয়েছে ২ কোটি ৮০ লাখ বার৷

২৯ বছরের এই শিল্পী তার চমৎকার কাজগুলোর সঙ্গে ক্যামেরা ও ইন্টারনেটের সাহায্যে চমৎকার এক ভিডিও নির্মাণ করেছেন, যা কতটা বাস্তব বা অবাস্তব তা বোঝা কঠিন৷ এই দৃষ্টিভ্রম বা ইলিউশন বুঝতে হলে আপনাকে ভিডিওটি দেখতে হবে৷ তবে ভিডিওটি একবার দেখে অনেকেই বুঝতে পারেনি, বার বার দেখেছেন৷

ফলে শিল্পীদের জন্য এটি একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে জানিয়েছেন টেরমাট৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য