হামাস এবং ফাতাহ গোষ্ঠীর মধ্যে ‘ঐকমত্য’
২৪ নভেম্বর ২০১১প্যালেস্টাইনের শীর্ষ নেতা মাহমুদ আব্বাস এবং হামাস নেতা খালেদ মেশাল ফিলিস্তিনিদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন৷ মিশরের রাজধানী কায়রোতে দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়৷ সেখানে কয়েকঘণ্টা আলোচনার পর দুই নেতা নিজেদের মধ্যকার ভেদাভেদ সরিয়ে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উম্মোচনের কথা বলেন৷ মেশাল বলেন, আমরা আমাদের জনগণ এবং আরব ও ইসলামী বিশ্বকে জানাতে চাই, প্যালেস্টাইন জাতির জন্য আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি৷
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আমাদের মধ্যে আর কোন মতপার্থক্য অবশিষ্ট নেই৷ আমরা অংশীদারিত্বের ভিত্তিতে দায়িত্ব ভাগাভাগি করে নিতে সম্মত হয়েছি৷
গত মে মাসেই অবশ্য মতানৈক্য দূর করতে সমঝোতায় পৌঁছান ফাতাহ এবং হামাস গোষ্ঠীর প্রধানরা৷ এরপর বৃহস্পতিবার কায়রোতে আবারও মুখোমুখি আলোচনায় বসেন দুই নেতা৷ ফাতাহ কর্মকর্তা আজম আল আহমেদ বলেন, কায়রোর আলোচনায় মূলত যৌথভাবে কার্য পরিচালনার রূপরেখা নিয়ে কথা হয়েছে৷ এই যৌথ উদ্যোগ কিভাবে প্রয়োগ করা হবে তা নিয়েও বিভিন্ন মত প্রকাশ করেছেন নেতারা৷
আজম জানান, পশ্চিম তীর এবং গাজায় ইসরায়েলের সঙ্গে সাময়িক অস্ত্র বিরতি প্রসঙ্গে আলোচনা করেছেন দুই নেতা৷
ফাতাহ এবং হামাসের মধ্যকার এই আলোচনার সঙ্গে সম্পৃক্তরা জানিয়েছেন, দুই পক্ষ সংযুক্ত প্যালেস্টাইন গঠনের কর্মকৌশল, অন্তর্বর্তী সরকার, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর সংস্কারসহ নির্বাচনের আসন্ন দিনতারিখ ঘোষণার ব্যাপারে মনোযোগী হচ্ছে৷
বলাবাহুল্য, হামাস এবং ফাতাহ'র মধ্যে দীর্ঘকাল ধরেই রাজনৈতিক বিরোধ চলছিল৷ ২০০৭ সালে দুই পক্ষের মধ্যকার এই বিরোধ সহিংস রূপ নেয়৷
এদিকে, হামাস এবং ফাতাহ'র মধ্যকার এই সমঝোতার সমালোচনা করেছে ইসরায়েল৷ সেদেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, আমি আশা করেছিলাম আব্বাস হামাসের সঙ্গে মীমাংসার উদ্যোগ বন্ধ রাখবে৷
ওয়াশিংটন এবং ব্রাসেলসও এই প্রসঙ্গে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, যতক্ষণ পর্যন্ত না হামাস ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে, সহিংসতার পথ থেকে সরে আসছে এবং পূর্বের ইসরায়েল-প্যালেস্টাইন নীতিতে সম্মত হচ্ছে ততদিন পর্যন্ত হামাসের সম্পৃক্ততায় গঠিত কোন সরকারের সঙ্গে কাজ করবে না তারা৷
ওয়াশিংটন এবং ব্রাসেলসের এই নীতিকে নেতিবাচক আখ্যা দিয়ে হামাস কর্মকর্তা ইজ্জাত আল-রিশক বলেছেন, এই অবস্থান দ্বিধাবিভক্ত প্যালেস্টাইনের জনগণের উপর তাদের খবরদারি বজায় রাখার মানসিকতার বহিঃপ্রকাশ৷
উল্লেখ্য, হামাস এবং ফাতাহ যৌথভাবে অন্তর্বর্তী সরকার গঠনে সম্মত হলেও এই সরকারের শীর্ষ নেতা কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি৷ এক্ষেত্রে দুই পক্ষ কতটা ছাড় দেবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক