ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ লাভ করল প্যালেস্টাইন
৩১ অক্টোবর ২০১১ভোটাভুটি
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদস্য দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়৷ এতে প্যালেস্টাইনের সদস্যপদ বিষয়ে ভোটাভুটির আয়োজন করা হয়৷ সেদেশের সদস্যপদের পক্ষে ভোট প্রদান করেন ১০৭ সদস্য৷ অন্যদিকে, ১৪ সদস্য বিপক্ষে ভোট প্রদান করেন৷ এবং ৫২ সদস্য ভোট দেয়নি৷ ইউনেস্কোর এই সদস্যপদ প্রাপ্তি প্যালেস্টাইনের জন্য এক আন্তর্জাতিক স্বীকৃতি৷ আজকের দিনটিকে তাই ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি এক কর্মকর্তা৷ বর্তমানে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেতে খুবই তৎপর৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে৷ প্যালেস্টাইন সদস্যপদ পেলে যুক্তরাষ্ট্র ইউনেস্কোকে অর্থ প্রদান থেকে বিরত থাকবে বলেও হুমকি দিয়েছে৷ এছাড়া ইসরায়েল, ক্যানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানিও প্যালেস্টাইনের সদস্যপদের বিপক্ষে ভোট প্রদান করে৷
ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র
পূর্ণ সদস্য হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা থেকে বঞ্চিত হতে পারে ইউনেস্কো৷ নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে একটি আইন পাশ হয়েছিল৷ এতে বলা হয়েছে, জাতিসংঘের কোন সংগঠন যদি প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়, তবে সেই সংগঠনকে অর্থ বরাদ্দ বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র৷ ইউনেস্কোর বার্ষিক বাজেটের ২০ শতাংশের যোগানদাতা সেদেশ৷ প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় এবার ৭ কোটি মার্কিন ডলারের সহায়তা থেকে বঞ্চিত হতে পারে সংগঠনটি৷
জাতিসংঘের পূর্ণ সদস্যপদ
ইউনিস্কোতে ভিটো দেওয়ার সুযোগ না থাকলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভিটো প্রদানের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের৷ নভেম্বর মাসে নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ নিয়ে ভোটাভুটি হতে পারে৷ সেক্ষেত্রে ভিটো প্রদানের আগাম ঘোষণা দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ নিরাপত্তা পরিষদের স্থায়ী কোন সদস্য যদি ভিটো প্রদান করে, তবে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ অনুমোদন পাওয়ার সুযোগ নেই৷
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেন৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক