1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক তদন্ত দাবি

১২ ফেব্রুয়ারি ২০১৩

সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক বছর হয়ে গেল৷ মৃত্যুবার্ষিকী পালিত হলো স্বাভাবিক বেদনা আর অস্বাভাবিক হতাশা নিয়ে৷ সেই হতাশা থেকেই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷

https://p.dw.com/p/17cq9
Title: Photo exhibition on the eve of first anniversary of Sagar-Runi murder Description: A Photo exhibition titled ‘‘Sagar-Runi: Crime Scene do not cross’’ was took place at the Drik gallery, Dhaka. The family of the murdered journalist couple organized the event. Bild: DW/ Harun Ur Rashid Swapan zugeliefert von: Arafatul Islam
ছবি: Harun Ur Rashid Swapan

ঢাকায় নিজেদের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার আর মেহেরুন রুনি নির্মমভাবে খুন হয়েছিলেন ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি৷ হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মৃত্যুর আগের দিনও মাছরাঙ্গা টেলিভিশনে নিউজ এডিটরের দায়িত্ব পালন করে আসা সাগর সরওয়ারের৷ এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির নিথর দেহও ছিল ক্ষতবিক্ষত, রক্তে রঞ্জিত৷ তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হবে৷ তারপর ৪৮ ঘণ্টা অর্থাৎ দু দিন নয়, পেরিয়ে গেছে একটি বছর৷ কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্যের জট খোলেনি, তদন্ত ঠিক পথে এগিয়েছে, প্রকৃত অপরাধী গ্রেপ্তার হয়েছে – এই স্বস্তিটুকু এতদিনেও পায়নি সাংবাদিক দম্পতির পরিবার৷

এ অবস্থাতেই খুব আলোচিত এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷ সাংবাদিকদের এই আন্তর্জাতিক সংগঠন এক বিবৃতিতে বলেছে, ‘‘ ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব) এর দায়িত্বে দেয়া এ মামলার তদন্ত এখন থেমে আছে৷ ব়্যাবের দাবি, মামলা তদন্তে তাঁরা আন্তরিক৷ কিন্তু মানবাধিকার লঙ্ঘনের যে নজির তাঁরা রেখেছে, সে কথা  ভেবে হলেও এ মামলা তদন্তের ভার অন্য কাউকে দেয়া উচিত৷''

সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্ত করার দায়িত্ব আন্তর্জাতিক কোনো সংস্থাকে দেয়ার দাবি জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷ প্যারিস ভিত্তিক এ সংস্থা মনে করে বিডিআর বিদ্রোহের তদন্ত যেহেতু এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে দিয়ে করানোর দাবি করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুতরাং সাগর-রুনির ব্যাপারে একই কথা ভাবা যেতেই পারে৷ বিবৃতিতে সাগর-রুনির ছয় বছরের সন্তান মেঘকে জেরা করায় ব়্যাবের সমালোচনা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷

তদন্ত নিয়ে অসন্তোষ সর্বস্তরেই রয়েছে৷ সোমবার বাংলাদেশের সাংবাদিকরাও এক স্মরণসভার আয়োজন করে জানিয়েছেন সে কথা৷ আগামী ১১ই মার্চ সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা৷ এদিকে নিহত সাংবাদিক দম্পতির পরিবার জানিয়েছে, এ মামলায় এ পর্যন্ত যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাতে শুধু মূল ঘটনাকে আড়াল করার প্রয়াস রয়েছে বলেই তাঁদের বিশ্বাস৷ যত তাড়াতাড়ি সম্ভব প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নেয়ার দাবিও জানিয়েছেন তাঁরা৷ এ দাবি অবশ্য গত এক বছরে বহুবারই উঠেছে, কিন্তু এখনো কোনো কাজের কাজ হয়নি৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য