1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১১ই মার্চ সাংবাদিকদের কর্মবিরতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ ফেব্রুয়ারি ২০১৩

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ১১ই মার্চ বাংলাদেশের সব ধরনের গণমাধ্যমে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছেন সাংবাদিক নেতারা৷

https://p.dw.com/p/17c0r
Bloggers staged a protest in Dhaka, Bangladesh against inaction by police & administartion regarding investigation of of Sagar-Runi murder case. Copyright: DW/Harun Ur Rashid Swapan 11.05.2012, Dhaka
ছবি: DW

এক বছর আগে এই দিন ভোররাতে ঢাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে নিহত হন সাগর-রুনি৷ কিন্তু এক বছরেও সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত বা গ্রেফতার করা হয়নি৷ সাংবাদিকরা অপরাধীদের গ্রেফতারের দাবিতে গত এক বছর নানা কর্মসূচি পালন করেছেন৷ আর বার বার পেয়েছেন প্রতিশ্রুতি৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ তাই সোমবারের সাংবাদিক মহাসমাবেশে সাংবাদিক নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান৷

তাঁরা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানবাধিকার আজ প্রশ্নবিদ্ধ৷ সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ৷ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেয়ার পরও বিচার মেলেনি৷ সাগর-রুনির পুত্র মেঘের দায়িত্ব নেয়নি কেউ৷ তাঁরা আরও বলেন, এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে৷ এই ঐক্য কোনোভাবেই ভাঙবেনা৷

সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংবাদিকরা মাঠে থাকবেন৷ একই সঙ্গে আরো যে সব সাংবাদিক নিহত হয়েছেন তারও বিচার করতে হবে৷ গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হবে৷ এই দাবিতে কর্মসূচি ঘোষণা করেন তিনি৷

সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতাসহ সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন৷ ছিলেন সাগর-রুনির স্বজনরা৷ তারা বলেন, তদন্তের নামে, ডিএনএ টেস্টের নামে তদন্ত কর্মকর্তারা এখন বিদেশ সফর করছেন৷ এরই মধ্যে তারা এই সফরে ৪০ লাখ টাকা খরচ করেছেন৷ কিন্তু তদন্তের কিছুই হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য