1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক তদন্ত চান পরিবার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ ফেব্রুয়ারি ২০১৩

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির হত্যাকাণ্ডের এক বছর হলেও তদন্তে কোনো অগ্রগতি নেই৷ ধরা পড়েনি মূল অপরাধীরা৷ তাই তাদের পরিবার এখন আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন৷

https://p.dw.com/p/17bji
Former DW Editor Sagar Sarowar with his wife and son: Mr Sarowar was killed in Dhaka with his wife on February 11, 2012. Foto: Mohammad Zahidul Haque
ছবি: DW

সাগরের মা সালেহা মনির এখনও কাঁদেন৷ তাঁর পুত্র আর পুত্রবধুর হত্যাকাণ্ডের কোন সুরাহা এখনো করতে পারেনি তদন্তকারীরা৷

Bangladesch Jahrestag Mord an Journalisten Sagar Sarowar und Meherun Runi
সাগরের মা সালেহা মনির এখনও কাঁদেন৷ নিজের একমাত্র ছেলে আর পুত্রবধূর প্রকৃত খুনিদের দেখতে চান তিনি৷ছবি: DW/Harun Ur Rashid Swapan

তাঁর কথা, প্রকৃত অপরাধীদের ধরতে হবে৷ আর যারা জড়িত নয় তাদের গ্রেফতার করে কোন নাটক তৈরি করাকে মানবেন না তিনি৷ এক বছর পর দারোয়ান এনামুলকে গ্রেফতার তাঁর কাছে জজ মিয়া নাটক ছাড়া কিছুই নয়৷ তাঁর মতে এক বছরে নানা টালবাহানা করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে৷

একই ধরনের কথা বলেন রুনির মা নূরুন্নাহার মির্জা৷ মামলার ঠিকমত তদন্ত না হওয়া এবং অপরাধীরা আটক না হওয়ায় তিনিও হতাশ৷ আর রুনির ভাই নওশের রোমান বলেন, তারা তদন্তের চেয়ে হয়রানি করতে বেশি উৎসাহী৷ সাগর রুনির একমাত্র সন্তান মেঘের নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে৷

এই মামলার তদন্ত নিয়ে কথা হয় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খানের সঙ্গে৷ তিনি বলেন তদন্ত নিয়ে এই টালাবাহানা খুবই দুঃখজনক৷ পুলিশ ও র‌্যাবের একাধিক টিম তদন্ত করেছে৷ ডিএনএ টেষ্ট, অন্য মামলার আসামিদের এই মামলায় গ্রেফতার দেখানো – এসব কিছুই প্রমাণ করে, তারা কিছু আড়াল করছে৷

[No title]

গত বছরের ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর রুনি সাংবাদিক দম্পতি ঢাকায় তাদের নিজ বাসায় খুন হন৷ কিন্তু এক বছরে পুলিশ অপরাধীদের চিহ্নিত বা গ্রেফতার করতে পারেনি৷ আর মাত্র এই শনিবার  দারোয়ান এনামুলকে গ্রেফতার করা হল৷ তাকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য