আন্তর্জাতিক তদন্ত চান পরিবার
১১ ফেব্রুয়ারি ২০১৩সাগরের মা সালেহা মনির এখনও কাঁদেন৷ তাঁর পুত্র আর পুত্রবধুর হত্যাকাণ্ডের কোন সুরাহা এখনো করতে পারেনি তদন্তকারীরা৷
তাঁর কথা, প্রকৃত অপরাধীদের ধরতে হবে৷ আর যারা জড়িত নয় তাদের গ্রেফতার করে কোন নাটক তৈরি করাকে মানবেন না তিনি৷ এক বছর পর দারোয়ান এনামুলকে গ্রেফতার তাঁর কাছে জজ মিয়া নাটক ছাড়া কিছুই নয়৷ তাঁর মতে এক বছরে নানা টালবাহানা করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে৷
একই ধরনের কথা বলেন রুনির মা নূরুন্নাহার মির্জা৷ মামলার ঠিকমত তদন্ত না হওয়া এবং অপরাধীরা আটক না হওয়ায় তিনিও হতাশ৷ আর রুনির ভাই নওশের রোমান বলেন, তারা তদন্তের চেয়ে হয়রানি করতে বেশি উৎসাহী৷ সাগর রুনির একমাত্র সন্তান মেঘের নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে৷
এই মামলার তদন্ত নিয়ে কথা হয় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খানের সঙ্গে৷ তিনি বলেন তদন্ত নিয়ে এই টালাবাহানা খুবই দুঃখজনক৷ পুলিশ ও র্যাবের একাধিক টিম তদন্ত করেছে৷ ডিএনএ টেষ্ট, অন্য মামলার আসামিদের এই মামলায় গ্রেফতার দেখানো – এসব কিছুই প্রমাণ করে, তারা কিছু আড়াল করছে৷
গত বছরের ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর রুনি সাংবাদিক দম্পতি ঢাকায় তাদের নিজ বাসায় খুন হন৷ কিন্তু এক বছরে পুলিশ অপরাধীদের চিহ্নিত বা গ্রেফতার করতে পারেনি৷ আর মাত্র এই শনিবার দারোয়ান এনামুলকে গ্রেফতার করা হল৷ তাকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে৷