শেখ জামাল রানার্স-আপ
১৫ ফেব্রুয়ারি ২০১৪কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এবং ভারতের দুটি ক্লাবের মধ্যকার খেলা উপভোগ করেন সত্তর হাজারের মতো দর্শক৷ খেলার শুরুর দিকে ২৫ মিনিটে গোল করে এগিয়ে যায় শেখ জামাল৷ হাইতির খেলোয়াড় সনি নর্দ গোল করে এগিয়ে নেন দলকে৷ তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে খেলায় সমতা ফেরায় কলকাতা মোহামেডান৷ দলের পক্ষে গোল করেন মেহরাজউদ্দিন৷
বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, খেলার ৮২ মিনিটে সংঘর্ষে জড়িয়ে পড়ায় লাল কার্ড দেখতে হয় নর্দে ও কলকাতা মোহামেডানের লুসিয়ানোকে৷ একটি বলের দখল নিতে গিয়ে লুসিয়ানোর মুখে হাত লেগে যায় নর্দের। ভারতীয় রেফারি সন্তোষ কুমার সরাসরি লাল কার্ড দেখান নর্দেকে।
আর ব্যথা পাওয়ার অভিনয় করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুসিয়ানোকে৷
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল শেখ জামালের সামনে। এর আগে ১৯৯৫ সালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডও ফাইনালে টাইব্রেকারে হেরে যায় ইস্ট বেঙ্গলের কাছে৷