1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন যুগে বাংলাদেশের ফুটবল

৮ মার্চ ২০১৩

বাংলাদেশের ফুটবলে নতুন যুগের সূচনা হয়েছে৷ এসেছে উচ্চবেতনের ডাচ কোচ৷ তিনি আসার পরই বাংলাদেশ দল প্রথমবারের মতো জাগিয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা৷

https://p.dw.com/p/17t6M
ছবি: imago/Revierfoto

নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে সবাইকে চমকে দেয়ার মতো খেলেছে বাংলাদেশ৷ ফলে ফেডারেশন কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড় আর ক্রীড়াসাংবাদিকরাও খুশি৷ দৈনিক প্রথম আলো'র ক্রীড়া সাংবাদিক মাসুদ আলমও তাঁদেরই একজন৷

তিনি মনে করেন, ২০১৪ সালে মালদ্বীপে অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার ৯০ ভাগ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, কারণ, নেপালে সদ্য শেষ হওয়া বাছাই পর্বে বাংলাদেশ রানার্স আপ হয়েছে৷ নিয়ম অনুযায়ী, বাছাই পর্বের পাঁচটি গ্রুপের পাঁচ সেরা দল চূড়ান্ত পর্বে খেলবে৷ সঙ্গে যাবে সেরা দুই রানার্স আপ৷ তিনটি গ্রুপের খেলা শেষ৷ ঐ তিন গ্রুপের রানার্স আপ দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ৷ বাকি দুই গ্রুপের খেলা শেষ হবে ২৬ মার্চ৷ সেদিনই জানা যাবে বাংলাদেশের পরিণতি৷ তবে মাসুদ আলম ঐ দুই গ্রুপের দলগুলোর শক্তি বিশ্লেষণ করে মনে করছেন বাংলাদেশেরই চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা বেশি৷ এমনটা হলে সেটাই হবে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রথম পদার্পণ৷

নতুন যুগে বাংলাদেশের ফুটবল

মাসুদ আলম বলেছেন, নেপালে বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখেও মনে হয়েছে তাঁরা উন্নতি করছেন৷ বিশেষ করে নতুন কোচের কৌশলগুলে কাজে লেগেছে, সে অনুযায়ী খেলেই তারা সফল হয়েছেন৷ ফিলিস্তিনের মতো ভালো দলের বিপক্ষে বাংলাদেশ হেরেছে মাত্র এক গোলে আর স্বাগতিক নেপালকে হারিয়েছে ২-০ গোলে৷

ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ক্রীড়া সাংবাদিক মাসুদ আলম বলছেন, বাংলাদেশের ফুটবলে আর্থিক সংকট থাকলেও বাফুফে দুজন ডাচ কোচ নিয়োগ দিয়েছে, যাদের দু বছরে প্রায় সাত-আট কোটি টাকার মতো দিতে হবে৷ বাফুফের এই উদ্যোগ কাজে দিচ্ছে বলেই মনে করছেন তিনি৷

নতুন নিয়োগ পাওয়া দুই ডাচ কোচ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন জুন থেকে৷ এর আগে নেপালের টুর্নামেন্টে তাঁরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য