শীতে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় সতর্ক জার্মানি
২৯ সেপ্টেম্বর ২০২০শীতকালে সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে একটি প্রস্তাবনা তৈরি করেছে সরকার৷ সম্প্রতি দলের নেতাদের সাথে এক আলোচনায় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সতর্ক করে বলেন যে, ক্রিসমাসের সময়ে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ১৯ হাজার দু'শ পর্যন্ত হতে পারে৷
তাই জনসমাগমে আবার কড়াকড়ির কথাও ভাবা হচ্ছে৷
প্রস্তাবনায় বলা হয়, ঘরোয়া অনুষ্ঠানে ২৫ জনের বেশি এবং ঘরের বাইরের অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক একত্রিত হতে পারবে না৷ তাছাড়া বার ও রেস্টুরেন্টে অ্যালকোহল বিক্রির সময়সীমাও বেঁধে দিতে চায় সরকার৷
প্রস্তাবিত এ শর্ত জার্মানির সব অঞ্চলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে না৷ শুধুমাত্র যে এলাকায় সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রতি লক্ষে ৫০ জন পাওয়া যাবে, সে এলাকাতেই এ নির্দেশনা জারি থাকবে৷
দেশটিতে সম্প্রতি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ নতুন করে বাড়ছে৷ নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের হাম শহরে কিছুদিন আগে এক বিয়ের অনুষ্ঠান থেকে ৪০ জন শিশুসহ মোট একশ’ জন সংক্রমিত হয়৷
জনগণের চলাচলের বিষয়ে সঠিক তথ্য সংগ্রহের কথাও বলা হয়েছে প্রস্তাবনায়৷ বার কিংবা রেস্টুরেন্টগুলোকে অতিথিদের পুরো নাম ও ঠিকানা সঠিকভাবে সংগ্রহ করতে বলা হয়েছে৷ তা না করলে ৫০ ইউরো জরিমানা গুণতে হবে তাদের৷
সরকারের এ প্রস্তাবনা রাজ্য সরকারের সাথে আলোচনার পর চূড়ান্ত হবে৷ জার্মানির ১৬টি রাজ্য আগে করোনা ভাইরাসের বিষয়ে আলাদা পদক্ষেপ নিয়েছিল৷
জার্মানিতে এখন পর্যন্ত প্রায় তিন লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন দশ হাজার৷ গত ফেব্রুয়ারি মাসে করোনা ভাইরাস ধরা পড়ার পর প্রথম কয়েক সপ্তাহ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে৷ তবে রোগ নির্ণয়, দমন, প্রতিরোধ ও চিকিৎসায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় কমে আসে সংক্রমণ৷ তবে গত কয়েক সপ্তাহে নতুন করে সংক্রমণ বৃদ্ধি ভাবনায় ফেলেছে সরকারকে৷
আরআর/এসিবি (এএফপি, ডিপিএ)