জার্মানিতে চার মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ
১৭ সেপ্টেম্বর ২০২০বিজ্ঞাপন
রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসের শেষদিক থেকে এপ্রিলের প্রথমদিক পর্যন্ত দিনে মোট সংক্রমণের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছিল৷ এক সময় তা কমতে শুরু করলেও জুলাই থেকে তা আবার কিছুটা বাড়তে শুরু করে৷ তবে আগস্ট থেকে আবার কমতে কমতে দৈনিক গড় সংক্রমণ ২০৩৪-এ নেমে আসে৷ এর ফলে জনজীবনেও দেখা দিতে শুরু করে স্বস্তির ছাপ৷
কিন্তু রবার্চ কখ ইন্সটিটিউটের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের পর এই প্রথম দিনে মোট ২১৩৪ জনকে কোভিড-১৯-এ সংক্রমিত হতে দেখেছে জার্মানি৷
দেশে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৮৫৭ জন আর করোনায় মৃত্যু হয়েছে মোট নয় হাজার ৩৭১ জনের৷
এনএস/এসিবি (ডিপিএ)