শিকড়ের টানে বাড়ি ফেরা
২৮ জুলাই ২০১৪আনোয়ার কামাল সামহয়্যারইন ব্লগে ঈদে নিজের ছোটবেলার কথা তুলে ধরেছেন৷ লিখেছেন, ‘‘ঈদ অর্থ পরম মমতায় মায়ের কাছে গাঁয়ে ফিরে যাওয়া৷ শেকড়ের সন্ধানে ফিকে হয়ে যাওয়া শৈশব-কৈশর উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হওয়া৷ সব ভেদাভেদ ভুলে সকল মুসলমান এক কাতারে শামিল হওয়া৷''
আনোয়ার লিখেছেন, ‘‘ঈদের আগের দিন সন্ধ্যা হলো সব'চে বেশি আনন্দের, সব'চে বেশি মধুর৷ কে কার আগে চাঁদ দেখলো এ নিয়ে এক প্রতিযোগিতা হয়ে যেত৷ আর তারপর সেই ঐতিহাসিক গানের মূর্ছনা- রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ৷ নানা বাড়িতে খুব ছোটবেলায় দেখেছি, হাতে বানানো সেমাই৷ তখন বাবার সাথে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার প্রস্তুতিটাও ছিল আমাদের কাছে ভিন্নরকমের৷ অন্যথায় এই ঈদ বারবার কিছু মানুষের জন্য আনন্দের বারতা নিয়ে আসলেও ব্যাপক জনগোষ্ঠির কাছে তা অধরাই হয়ে থাকছে৷ তবুও ঈদ সকলের কাছে আনন্দের বারতা নিয়ে আসুক৷''
একই ব্লগে রনী মুরাদ ঈদে বাড়ি ফেরার অনুভূতি জানিয়ে লিখেছেন, ‘‘স্বজনদের সাথে ঈদ করার জন্য সবাই বাড়ি ফিরছে৷ চোখে মুখে খেলা করছে অন্যরকম দ্যুতি!'' তিনি ভাবছেন, কী সেই অমোঘ টান যার জন্য মানুষ শত কষ্ট স্বীকার করে ঘরে ফিরছে? ‘‘বাসে, লঞ্চে, ট্রেনে কোথাও পা ফেলবার উপায় নেই, তবুও কারো মাঝে এতটুকু বিরক্তি নেই৷ সবাই নিজে এবং চেনা অচেনা অন্যদের সাথে নিয়ে ফিরছে আপনার নিবাসে৷''
মুরাদ লিখেছেন, ‘‘যে শহরের সাথে ২০০০ সালের পর আমার তেমন কোনো যোগাযোগ নেই, পুরনো বন্ধুরাও সবাই এখন দেশ-মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অথচ সেই ধূলিমাখা শহরটি ঘুমজড়ানো চোখে আমাকে কত সহজে আপন করে নিলো! মেনে নিলাম আজ থেকে বহু বছর পরেও আমাকে যদি এখানকার কেউ না চিনতেও পারে তবু আমার সন্তানকে নিয়ে আমি সেখানে যাব আর সুগন্ধা নদীর তীরে দাঁড়িয়ে বলবো এই সেই জায়গা যেখানে তোমার বাবা থাকতো!''
শাহ আজিজ লিখেছেন ঢাকা শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে৷ তিনি লিখেছেন, ‘‘এরকম অনেক দফাই পেয়েছি তবে এবার আগেভাগে বাস মালিকদের স্বপ্ন গুড়িয়ে, ট্রেন, লঞ্চ সবকিছুতে হুড়োহুড়ি ছাড়াই লোকেরা বাড়িতে যাচ্ছে৷ বৃহস্পতিবার রাতে সবচেয়ে বেশি লোক বাড়িতে গেছে৷ গ্যাসে টান পড়ছে না, বিদ্যুৎ তার জেনেটিক হ্যাবিট বজায় রেখে এটটুস যাচ্ছে আর বুঝিয়ে দিচ্ছে হতভাগা বাংলাতেই আছিস৷ আগামী রবিবার পর্যন্ত ঢাকা তার পুরাতন রূপ ফিরে পাচ্ছে না৷ নির্মল নিঃশ্বাস নিয়ে, তাজা ফুলের সৌরভে বলে উঠুন - এখন যৌবন যার ঢাকায় থাকার সময় তার৷''
মোঃ মাকসুদুর রহমান একই ব্লগে লিখেছেন, ‘‘সারা বিশ্বের মুসলিমরা যখন তাদের পবিত্র মাস পালন করছে ঠিক সেই সময় গত ৮ জুলাই ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইনের পশ্চিম তীর গাজায় নির্বিচারে সাধারণ নাগরিকদের উপরে হামলা শুরু করে৷ বলতে গেলে ইসরায়েলি বাহিনী গাজা নগরীকে এক অর্থে মাটির সাথে মিশিয়ে দিয়েছে৷ আসুন আমাদের এবারের ঈদের আনন্দ প্যালেস্টাইনি নিহত শিশু ও নারী, আহত মা ও ভয়ার্ত ছোট্ট শিশুর প্রতি ভালবাসা দেখিয়ে পরিহার করি৷ এর মাধ্যমে আমরা একটি পিছিয়ে পড়া দেশের নাগরিক হিসেবে উন্নত বিশ্বের প্রতি আমাদের অহিংস প্রতিবাদ জানাই৷''
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: জাহিদুল হক