1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শচীনের প্রস্তাব খারিজ করে দিল আইসিসি

২২ সেপ্টেম্বর ২০১১

পঞ্চাশ ওভারের ক্রিকেটের যেসব পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন শচীন তেন্ডুলকর, সেসব খারিজ করে দিলেন আইসিসি প্রধান হারুন লোর্গাট৷

https://p.dw.com/p/12eaG
ক্রিকেটের নিয়মে পরিবর্তন চান শচীনছবি: AP

প্রথাগত ৫০ ওভার কিংবা সদ্যোজাত বিশ ওভারের মাঝখানে একদিনের ক্রিকেটকে রাখতে চেয়েছিলেন শচীন৷ ভারতের কিংবদন্তি এই ক্রিকেটারের ক্রিকেট ক্যারিয়ার আর বেশি দিন নেই৷ যেকোন সময়েই তিনি ঘোষণা করতে পারেন তাঁর অবসরের৷ তার আগে ক্রিকেটীয় ব্যকরণে কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন শচীন৷ বলেছিলেন প্রথাগত ৫০ ওভারের নয়, একদিনের খেলা হোক ২৫ ওভারের৷ কিন্তু আইসিসি মনে করছে, ৫০ ওভারের খেলার পদ্ধতিটাই সঠিক৷

Indien Bangalore Cricket WM
২৫ ওভারের ওয়ান ডে ম্যাচ চেয়েছেন শচীনছবি: UNI

টি টোয়েন্টি বা বিশ ওভারের বিশ্বকাপের সরকারিভাবে উদ্ঘাটন হল বুধবার৷ এবারের আয়োজক দেশ শ্রীলঙ্কা৷ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সেই উদ্ঘাটন অনুষ্ঠানের সাইডলাইনে আইসিসি প্রধান লোর্গাট জানিয়ে দিলেন, শচীনের প্রস্তাব রাখা যাচ্ছে না৷ গত ওয়ান ডে বিশ্বকাপের সময় শচীনের সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে জানান লোগার্ট৷ অনেক আগে থেকেই শচীন এই নতুন ধাঁচের ওয়ান ডে খেলার কথা বলে আসছিলেন৷ গত বিশ্বকাপের সময় লোর্গাটের সঙ্গে তাঁর আলোচনার সময় তিনি লিখিত আকারে নিজের প্রস্তাবখানা আইসিসি-র কাছে  পেশ করেন৷ তাতে বলা হয়েছিল, একদিনের খেলায় পঁচিশ ওভার করে খেলা হলে খেলাটি আরও মনোগ্রাহী হবে৷ সেইসঙ্গে নয়ের দশকে চলতি একদিনের ক্রিকেটে পাওয়ার প্লে ফিরিয়ে আনার প্রস্তাবও করেছিলেন শচীন৷ কিন্তু, সেসবের কোনটাই আপাতত না-পসন্দ আইসিসি-র৷ লোর্গাট যে কারণে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ৫০ ওভারের খেলার যে পদ্ধতি এই মুহূর্তে বজায় রয়েছে, তা ক্রিকেট বিশ্বে দারুণ জনপ্রিয়৷ সেখানেই শেষ নয়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতেও এই খেলার যে উত্তেজক দিকটি রয়েছে, তা বানচাল করার কোন অর্থ নেই৷ তাই এখনই সেটাকে বদলানোর কোনরকম প্রয়োজন আছে বলে মনে করছে না আইসিসি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য