1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় নির্বাচন

৭ জুলাই ২০১২

লিবিয়ায় আজ শনিবার সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে৷ ২০০টি আসনের জন্য লড়ছেন সাড়ে তিন হাজারেরও বেশি প্রার্থী৷ তবে নির্বাচনের ফল কবে পাওয়া যাবে সেটা এখনো জানা যায়নি৷

https://p.dw.com/p/15TMd
Abdel Hakim Belhadj, leader of Al-Watan party and former head of the Tripoli military counsel, casts his vote at a polling station during the National Assembly election in Tripoli July 7, 2012. Libyans, some with tears of joy in their eyes, queued to vote in their first free national election in 60 years on Saturday, a poll designed to shake off the legacy of Muammar Gaddafi but which risks being hijacked by violence. REUTERS/Ismail Zitouny (LIBYA - Tags: POLITICS ELECTIONS)
ছবি: Reuters

গত বছর বিদ্রোহের মাধ্যমে কর্নেল গাদ্দাফি শাসনের অবসানের পর লিবিয়ায় এটাই সবচেয়ে বড় ঘটনা৷

স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে৷ চলবে রাত আটটা পর্যন্ত৷ তবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান নূরি আল-আব্বার জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে যেসব ভোটকেন্দ্রে নির্বাচনি উপকরণ দেরিতে পৌঁছেছে সেখানে মধ্যরাত পর্যন্ত ভোটগ্রহণ চলবে৷

আব্বার বলেন, সাড়ে ছয় হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৯৪ শতাংশ কেন্দ্রে নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে৷ পূর্বাঞ্চলের কয়েকটি জায়গা ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি৷ এছাড়া বিদেশে অবস্থানরত লিবীয়রাও ভোট দিচ্ছেন৷

বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, নির্বাচন নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে৷

তবে নির্বাচনের আগে লিবিয়ার পূর্বাঞ্চলে কিছু সহিংস ঘটনা ঘটেছে৷ হামলা হয়েছে সেখানকার নির্বাচনি কার্যালয়ে৷ যারা এসব কাজের সঙ্গে জড়িত, তাদের দাবি সংসদ নির্বাচনে পূর্বাঞ্চলের জন্য পশ্চিমের সমান আসন৷ কেননা লিবিয়ার বর্তমান শাসক এনটিসি মোট ২০০ টি আসনের মধ্যে পশ্চিমকে দিয়েছে ১০০টি আসন৷ আর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল পেয়েছে ৬০ ও ৪০টি করে আসন৷

A Libyan woman holds a banner in support of the Muslim Brotherhood party in Martyr's Square in Tripoli, Libya, Thursday 5, 2012. The Libyan National Assembly elections will take place on July 7, 2012, the first free elections since 1969. (AP Photo/Manu Brabo)
নির্বাচনি প্রচারণার অংশবিশেষছবি: AP

নির্বাচনে যারা জয়ী হবেন তাদের মেয়াদ হবে এক বছর বা তার কিছু বেশি৷ এ সময়ের মধ্যে তারা নতুন একটি অস্থায়ী সরকার গঠন করবেন৷ ঐ সরকারের কাজ হবে সংবিধান প্রণয়ন করা৷ এরপর ২০১৩ সালে লিবিয়ায় আবারও নতুন করে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷

মিশরের নির্বাচনে যেমন মুসলিম ব্রাদারহুডের আধিপত্য দেখা গেছে, লিবিয়াতেও তেমন হতে পারে৷ কেননা তাদের মতো সুশৃঙ্খলভাবে নির্বাচনি প্রচারণা করতে পারে নি আর কোনো দল৷ দলের মার্কা ঘোড়া সম্বলিত সাদা টিশার্ট গায়ে ব্রাদারহুডের তরুণরা ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালিয়েছেন৷

ব্রাদারহুড ছাড়াও নির্বাচনে আরও তিনটি দলের ভালো করার সম্ভাবনা রয়েছে৷ এর মধ্যে একটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের দল৷ আরেকটার নেতৃত্বে আছেন সাবেক জিহাদি নেতা আবদেল-হাকিম বেলহাজ৷ আর তৃতীয় দলটি হচ্ছে লিবিয়ার সবচেয়ে পুরনো রাজনৈতিক গোষ্ঠীর একটি ন্যাশনাল ফ্রন্ট৷ এই দলটি বেশ কয়েকবার গাদ্দাফিকে হত্যার চেষ্টা করেছিল৷

জেডএইচ / এএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য