1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার নির্বাচন

১৮ জুলাই ২০১২

লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রায় চার দশকের একনায়কতন্ত্রের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচনে উদারপন্থী জোটের বিজয় হয়েছে৷ তবে এক বছরের জন্য নির্বাচিত এই সংসদে ঠিক কোন দল বা জোট প্রাধান্য বিস্তার করবে তা এখনও নিশ্চিত নয়৷

https://p.dw.com/p/15ZQK
ছবি: Reuters

মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোর পর যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার জন্য একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দাঁড় করানো চেষ্টা করছেন দেশটির বহুধা বিভক্ত নেতৃবৃন্দ৷ চার দশক পরে ৭ই জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয় মাত্র এক বছরের জন্য একটি অন্তবর্তী সংসদ গঠনের লক্ষ্যে৷ এই সংসদের কাজ হবে লিবিয়ার জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করা এবং জাতীয় অন্তবর্তী পরিষদ - এনটিসি'র স্থলে একটি অন্তবর্তী সরকার গঠন করা৷ নতুন সংবিধানের আলোকে এক বছর পর আবারো জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি পরিপূর্ণ সংসদ ও সরকার গঠিত হবে৷

এই নির্বাচনে ২০০টি আসনের জন্য ৩,৭০০ জন প্রার্থী ছিলেন৷ তবে ২০০ আসনের মধ্যে ১২০টি আসনই ছিল দলীয় পরিচয়ের বাইরে বরং স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত৷ বাকি ৮০টি আসনে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থী দিয়েছিল৷ মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে৷ তবে এখনও এই নির্বাচন ও ফলাফলের উপরে আপত্তি কিংবা অভিযোগ করার সুযোগ খোলা রয়েছে৷ এরপর চূড়ান্ত ফলাফল দেওয়া হবে বলে জানা গেছে৷

প্রাথমিক ফলাফল অনুসারে রাজনৈতিক দলসমূহের জন্য বরাদ্দকৃত ৮০টি আসনের মধ্যে ৩৯টি আসনে বিজয়ী হয়েছে যুদ্ধকালীন নেতা এবং সাবেক অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স - এনএফএ৷ ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড কন্সট্রাকশন পার্টি - জেসিপি পেয়েছে মাত্র ১৭টি আসন৷ আর বাকি ২৪টি আসনে বিজয়ী হয়েছে অন্যান্য ছোট ছোট দলগুলি৷

তবে এনএফএ ৩৯টি আসনে বিজয়ী হলেও তারাই সংসদে কর্তৃত্ব খাটাতে পারবে কি না তা এখনও নিশ্চিতভাবে বলা যায় না৷ কারণ ১২০ জন স্বতন্ত্র প্রার্থী কোন জোট কিংবা দলের প্রতি সমর্থন দেন তার উপরই নির্ভর করছে সংখ্যাগরিষ্ঠতা কিংবা নিরঙ্কুশ বিজয়৷ ফলে ইতিমধ্যে স্বতন্ত প্রার্থীদের এবং ছোট ছোট দলগুলোকে নিজেদের পক্ষে টানতে তৎপরতা চালাতে শুরু করেছে প্রধান দু'টি পক্ষ এনএফএ এবং জেসিপি৷

উল্লেখ্য, এই নির্বাচনে স্বতন্ত্র আসনগুলোর মধ্যে মাত্র একটি আসনে বিজয়ী হয়েছেন একজন নারী প্রার্থী৷ আর রাজনৈতিক দলের জন্য বরাদ্দকৃত আসনগুলোতে ৩৩টি আসনে বিজয়ী হয়েছেন নারী প্রার্থীরা৷ ২০০ আসনের বর্তমান সংসদে ১৬.৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব থাকবে বলে জানা গেছে৷

এএইচ / ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য