লিবিয়ার নির্বাচন
১৮ জুলাই ২০১২মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোর পর যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার জন্য একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দাঁড় করানো চেষ্টা করছেন দেশটির বহুধা বিভক্ত নেতৃবৃন্দ৷ চার দশক পরে ৭ই জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয় মাত্র এক বছরের জন্য একটি অন্তবর্তী সংসদ গঠনের লক্ষ্যে৷ এই সংসদের কাজ হবে লিবিয়ার জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করা এবং জাতীয় অন্তবর্তী পরিষদ - এনটিসি'র স্থলে একটি অন্তবর্তী সরকার গঠন করা৷ নতুন সংবিধানের আলোকে এক বছর পর আবারো জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি পরিপূর্ণ সংসদ ও সরকার গঠিত হবে৷
এই নির্বাচনে ২০০টি আসনের জন্য ৩,৭০০ জন প্রার্থী ছিলেন৷ তবে ২০০ আসনের মধ্যে ১২০টি আসনই ছিল দলীয় পরিচয়ের বাইরে বরং স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত৷ বাকি ৮০টি আসনে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থী দিয়েছিল৷ মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে৷ তবে এখনও এই নির্বাচন ও ফলাফলের উপরে আপত্তি কিংবা অভিযোগ করার সুযোগ খোলা রয়েছে৷ এরপর চূড়ান্ত ফলাফল দেওয়া হবে বলে জানা গেছে৷
প্রাথমিক ফলাফল অনুসারে রাজনৈতিক দলসমূহের জন্য বরাদ্দকৃত ৮০টি আসনের মধ্যে ৩৯টি আসনে বিজয়ী হয়েছে যুদ্ধকালীন নেতা এবং সাবেক অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স - এনএফএ৷ ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড কন্সট্রাকশন পার্টি - জেসিপি পেয়েছে মাত্র ১৭টি আসন৷ আর বাকি ২৪টি আসনে বিজয়ী হয়েছে অন্যান্য ছোট ছোট দলগুলি৷
তবে এনএফএ ৩৯টি আসনে বিজয়ী হলেও তারাই সংসদে কর্তৃত্ব খাটাতে পারবে কি না তা এখনও নিশ্চিতভাবে বলা যায় না৷ কারণ ১২০ জন স্বতন্ত্র প্রার্থী কোন জোট কিংবা দলের প্রতি সমর্থন দেন তার উপরই নির্ভর করছে সংখ্যাগরিষ্ঠতা কিংবা নিরঙ্কুশ বিজয়৷ ফলে ইতিমধ্যে স্বতন্ত প্রার্থীদের এবং ছোট ছোট দলগুলোকে নিজেদের পক্ষে টানতে তৎপরতা চালাতে শুরু করেছে প্রধান দু'টি পক্ষ এনএফএ এবং জেসিপি৷
উল্লেখ্য, এই নির্বাচনে স্বতন্ত্র আসনগুলোর মধ্যে মাত্র একটি আসনে বিজয়ী হয়েছেন একজন নারী প্রার্থী৷ আর রাজনৈতিক দলের জন্য বরাদ্দকৃত আসনগুলোতে ৩৩টি আসনে বিজয়ী হয়েছেন নারী প্রার্থীরা৷ ২০০ আসনের বর্তমান সংসদে ১৬.৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব থাকবে বলে জানা গেছে৷
এএইচ / ডিজি (এপি, এএফপি, রয়টার্স)