1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন রেল ব্যবস্থায় হামলার পরিকল্পনা করছে আল-কায়দা

৬ মে ২০১১

যুক্তরাষ্ট্রে ৯/১১-র সন্ত্রাসী হামলার দশম বছরে আবারো সেদেশে হামলার পরিকল্পনা করেছে আল-কায়দা৷ এবার লক্ষ্য, রেল ব্যবস্থা৷ নিহত লাদেনের কম্পিউটার ঘেঁটে এই তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা৷

https://p.dw.com/p/11AKT
This frame grab from video obtained exclusively by ABC News, on Monday, May 2, 2011, shows a section of a room in the interior of the compound where it is believed al-Qaida leader Osama bin Laden lived in Abbottabad, Pakistan. Bin Laden, the face of global terrorism and mastermind of the Sept. 11, 2001, attacks, was tracked down and shot to death in Pakistan, Monday, May 2, 2011, by an elite team of U.S. forces, ending an unrelenting manhunt that spanned a frustrating decade. (AP Photo/ABC News)
অ্যাবটাবাদে বিন লাদেন-এর রুমছবি: dapd/ABC News

গোপন পরিকল্পনা

পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেনকে হত্যার সময় কয়েকটি কম্পিউটার হার্ডডিস্ক এবং ডিজিটাল তথ্য পরিবাহী ডিভাইস উদ্ধার করে মার্কিন বিশেষ বাহিনী৷ এসব ঘেঁটে এখন গোয়েন্দাদের দাবি, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার দশ বছর পূর্তিতে আবারো আঘাত হানার চেষ্টা করছে আল-কায়দা৷ সম্ভাব্য হামলাটি হতে পারে রেল ব্যবস্থায়৷ এই নিয়ে আলোচনা কিংবা পরিকল্পনার কিছু ইঙ্গিত পাওয়া গেছে লাদেনের আস্তানা থেকে উদ্ধারকৃত মেমোরি ডিভাইস থেকে৷ তবে যুক্তরাষ্ট্রের কোথায় এই হামলা চালানো হবে, কিভাবে এই হামলা চালানো হবে কিংবা কারা এই হামলা চালাবে তার বিস্তারিত এখনো জানতে পারেনি মার্কিন গোয়েন্দারা৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানাচ্ছে, প্রাপ্ত তথ্য ঘেঁটে মনে হচ্ছে, রেল লাইন উপড়ে ফেলে দুর্ঘটনা ঘটানোর মত কিছু একটা করতে চায় আল-কায়দা৷

In this image released by the White House and digitally altered by the source to diffuse the paper in front of Secretary of State Hillary Rodham Clinton, President Barack Obama and Vice President Joe Biden, along with with members of the national security team, receive an update on the mission against Osama bin Laden in the Situation Room of the White House, Sunday, May 1, 2011, in Washington. (Foto:The White House, Pete Souza/AP/dapd)
ওসামার আস্তানায় অভিযান সরাসরি দেখছেন মার্কিন প্রেসিডেন্টসহ উধ্বর্তন কর্মকর্তারাছবি: The White House, Pete Souza/AP

আনুষ্ঠানিক বক্তব্য

মার্কিন আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মুখপাত্র ম্যাথিউ চ্যান্ডলার জানিয়েছেন, মার্কিন রেল ব্যবস্থায় অতিসত্বর হামলার কোন হুমকি নেই৷ তবে, সম্ভাব্য পরিকল্পনার বিষয়ে আমাদের সকল সহযোগীকে জানিয়েছি আমরা৷ তিনি আরো বলেন, আল-কায়দার গোপন পরিকল্পনা সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জানা গেছে৷ অনেকক্ষেত্রে এগুলো বিভ্রান্তিকর, অশুদ্ধ হয়ে থাকে আবার এতে পরিবর্তনেরও ব্যাপার থাকে৷

লাদেনকে হত্যা বিষয়ে নতুন তথ্য

বার্তাসংস্থা রয়টার্স লাদেনের আস্তানায় নিহত তিন ব্যক্তির মৃতদেহের ছবি প্রকাশ করেছে৷ তাতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় সাধারণ পোশাকে পড়ে আছে নিহতরা৷ হোয়াইট হাউস কর্মকর্তারাও এই বিষয়ে গণমাধ্যমকে নতুন তথ্য দিচ্ছেন৷ বৃহস্পতিবার প্রকাশিত খবরে দেখা যাচ্ছে, অ্যাবাটাবাদে অভিযানের রাতে লাদেনের আস্তানায় মাত্র একজনই মার্কিন বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল৷ লাদেনের বার্তাবাহক খ্যাত সেই ব্যক্তিকে অভিযানের শুরুতেই হত্যা করা হয়৷ তার মানে হচ্ছে, সেখানে নিহত লাদেনসহ বাকিরা ছিল নিরস্ত্র ৷ অথচ গত মঙ্গলবারও মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছিলেন, লাদেনের আস্তানায় অভিযানের রাতে ‘‘অতি উদ্বায়ী'' বন্দুকযুদ্ধ হয়েছিল৷ তাছাড়া অভিযানের পর, হোয়াইট হাউসের বক্তব্যে মনে হচ্ছিল গোলাগুলিতে সশস্ত্র বিন লাদেন নিহত হয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য