1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভ্যাকসিন অগ্রাধিকারে’ প্রশ্নের মুখে ইউরোপ

৫ ফেব্রুয়ারি ২০২১

খুব তাড়াতাড়ি করোনা ভ্যাকসিন এসে পশ্চিমের দেশগুলোকে আফ্রিকার ওপর প্রভাব আরো বাড়ানোর সুযোগ দিয়েছিল৷ ডয়চে ভেলের কাই নেবে মনে করেন, পশ্চিমারা সেই সুযোগ খুব সাফল্যের সঙ্গে, নিদারুণভাবে নষ্ট করেছে৷

https://p.dw.com/p/3ouYF
দক্ষিণ আফ্রিকায় করোনার টিকা
ছবি: via REUTERS

বায়োনটেক-ফাইজার, মডার্না, জ্যানসেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, কিউরভ্যাক- বিশ্বকে করোনা ভাইরাস থেকে বাঁচাতে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে কতগুলো ভ্যাকসিন এসে গেল৷

এক বছরেরও কম সময়ে এতগুলো ভ্যাকসিন তৈরি করা নিঃসন্দেহে খুব বড় অর্জন৷ তবে এই অর্জন এসেছে ‘ভ্যাকসিন অগ্রাধিকার’-এর বাস্তবতাকে সঙ্গে নিয়ে৷

দেখুন না, আফ্রিকার জনসংখ্যার তুলনায় অনেক কম মানুষের এলাকা হয়েও ইইউ কেমন আফ্রিকার ভ্যাকসিন কেনার সুযোগ না রেখেই সব নিয়ে নিয়েছে৷

ইউরোপের করোনা টিকার অর্ডার

আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর তুলনায় পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নেয়ার ব্যাপারটি অবশ্য নতুন নয়৷ দশকের পর দশক ধরে বাণিজ্য, রাজনৈতিক ক্ষমতা এবং সামরিক শক্তি- সব দিকেই তো পশ্চিমাদের প্রাধান্য৷

পশ্চিম আর সেরা নেই
কোভিড-১৯ মহামারি দুটি কারণে আলাদা৷ স্মরণকালে এই প্রথম পশ্চিমা দেশগুলোকেও ভয়াবহতম স্বাস্থ্য বিষয়ক সমস্যায় পড়তে হয়েছে৷ আফ্রিকা মহাদেশ এমন সমস্যায় বহুবার পড়েছে৷

দ্বিতীয়ত, বার্লিন প্রাচীরের পতনের পর এই প্রথম পশ্চিমের এক দেশ আরেক দেশের সঙ্গে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে প্রভাব বাড়ানোর জন্য প্রতিযোগিতায় নেমেছে৷ 

কাই নেবে, ডয়চে ভেলে
কাই নেবে, ডয়চে ভেলেছবি: Philipp Böll/DW

‘আমি আগে’ সিন্ড্রোম

আফ্রিকার কিছু দেশ ভ্যাকসিন নিয়ে খুব অসহায় অবস্থায় পড়েছে৷ নিজের দেশের সার্বিক অবস্থা মেনে এবং স্বীকার করে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ভ্যাকসিন কিনতে চাওয়ার পরিকল্পনা নেই তার দেশের৷

রুয়ান্ডার সাবেক স্বাস্থ্য মন্ত্রী আগনেস বিনাগোয়াহো তীব্র ক্ষোভ নিয়ে ইইউর উদ্দেশ্যে বলেছেন, ‘‘এবার খোলামেলা বলে ফেলুন, আমার কাছে আমার জনগণ সবার আগে৷ আমরা সবাই সমান- এই মিথ্যে কথাটা দয়া করে আর আমাকে বলতে আসবেন না৷’’ কেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী মুতাহি কাগওয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর করা হবে নির্বোধের কাজ৷

সাম্য নয়, আরো বিভাজন
যারা আশা করেছিলেন কোভিড-১৯ ধনী এবং উন্নয়নশীল দেশগুলোকে মিলিয়ে দেবে, তারা এখন হতাশ৷ ভ্যাকসিন বিশ্বকে এক না করে, বিভাজন আরো বাড়িয়ে দিয়েছে৷

কাই নেবে/এসিবি