বিশ্বের সবচেয়ে ছোট স্বর্ণমুদ্রায় আইনস্টাইন
২৫ জানুয়ারি ২০২০বিজ্ঞাপন
২০২০ সালের স্মারক মুদ্রা হিসেবে এটি বের করেছে সুইসমিন্ট৷ আপেক্ষিকতা তত্ত্বের জনক আলব্যার্ট আইনস্টাইনকে সম্মান দেখাতে মুদ্রায় তাঁর ছবি ব্যবহার করা হয়েছে৷ এতে আইনস্টাইনকে জিহ্বা বের করা অবস্থায় দেখা যাবে৷ তবে মুদ্রাটি এতই ছোট যে, এই দৃশ্য দেখতে অনেক কসরত করতে হবে৷ বিষয়টি চিন্তা করে সুইসমিন্ট মুদ্রার সঙ্গে একটি করে আতশকাচও দিচ্ছে৷
০.১২ ইঞ্চির এই ওজন ০.০৬৩ গ্রাম৷ এটি অনলাইনে কেনা যাবে৷ তবে মাত্র ৯৯৯টি পয়সা বানানো হয়েছে৷
১৮৯৭ সালে জার্মানির উলম শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন আইনস্টাইন৷ ১৯০৩ থেকে ১৯০৫ সাল পর্যন্ত তিনি সুইজারল্যান্ডের রাজধানী বার্ন-এ বাস করেন৷ সেখানেই তিনি আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করেছিলেন৷
আইনস্টাইন সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়েছিলেন৷
মেলিসা ফান ব্রুনারসুম/জেডএইচ