বিক্ষোভ ভাঙচুর চলছেই
২৫ সেপ্টেম্বর ২০১৩শ্রমিক নেত্রী নাজমা আক্তার ডয়চে ভেলেকে বলেন, নতুন মজুরি কাঠামো ঘোষণা না দেয়া পর্যন্ত শ্রমিকদের শান্ত করা কঠিন৷ তাছাড়া মালিকদের বক্তব্য শ্রমিকদের উত্তেজিত করেছে৷ তারপরও তারা কাজ করে যাচ্ছেন৷ তিনি বলেন, সোমবারের তুলনায় মঙ্গলবার অনেক কম বিক্ষোভ বা সহিংসতা হয়েছে৷ আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হয়ে যাবে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার, মালিক ও শ্রমিকপক্ষের আহ্বানের পরও কাজে যোগ না দিয়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনরত শ্রমিকরা৷ সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত-কুড়িল এলাকার বিভিন্ন কারখানার কয়েক হাজার কর্মী সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন৷ তারা কুড়িল ফ্লাইওভারের নিচে একটি অংশে অবস্থান নিলে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ বিক্ষোভের এক পর্যায়ে কিছু শ্রমিক একটি কারখানার দিকে ঢিল ছুড়ে কাচ ভাঙচুরের চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷ পরে গার্মেন্টসের কর্মকর্তারা নভেম্বর থেকে বর্ধিত বেতন ভাতা কার্যকর করার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়৷
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুত্ফুল কবীর ডয়চে ভেলেকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে৷ এছাড়া রাজধানীতে তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷
জানা গেছে, মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন৷ এ সময় তারা কয়েকটি গার্মেন্ট ও যানবাহন ভাঙচুর এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুট ২ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায়৷ টঙ্গীর বিসিক এলাকার কর্মরত শ্রমিকদের উপর মালিকপক্ষের বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী থানা ঘেরাও করে৷ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মঙ্গলবার সকালে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক কাজে যোগদান না করে কর্মবিরতি ও মহাসড়কে বিক্ষোভ শুরু করেন৷ এক পর্যায়ে শ্রমিকরা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করলে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ আশুলিয়ার জিরাবো এলাকায় গতকাল সকালে শ্রমিকদের চলমান আন্দোলনের চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা৷ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন৷ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৃষ্টি করে যানবাহন ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়৷ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়৷
প্রসঙ্গত, নূন্যতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের দাবিতে গত চার দিন ধরে ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-ভাঙচুর চালিয়ে আসছে পোশাক শ্রমিকরা৷ এই প্রেক্ষাপটে সোমবার মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে সচিবালয়ে দুই দফা বৈঠক করে রাজপথে জ্বালাও-পোড়াও বাদ দিয়ে শ্রমিকদের মঙ্গলবার থেকে কাজে যোগ দেয়ার আহ্বান জানান গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌমন্ত্রী শাজাহান খান৷ তিনি বলেন, ঈদের আগে বকেয়া বেতন-বোনাসসহ যথাযথ পাওনা পরিশোধে মালিকরা অঙ্গীকার করেছে৷