1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ফুটবলভারত

বসুন্ধরার সাবেক কোচ ব্রুজোন ইস্টবেঙ্গলের দায়িত্বে

৯ অক্টোবর ২০২৪

বসুন্ধরা কিংসকে একাধিক খেতাব জেতানো কোচ অস্কার ব্রুজোনকে হেড কোচ নিয়োগ করলো ইস্টবেঙ্গল।

https://p.dw.com/p/4lYkJ
বসুন্ধরা কিংসের সাবেক কোচ ব্রুজোন এবার ইস্টবেঙ্গলের কোচ হলেন।
ব্রুজোনের অভিজ্ঞতা ও সাফল্যের জন্যই তাকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করলো ইস্টবেঙ্গল। ছবি: Bangladesh Football Federation

ভারতের প্রধান ফুটবল প্রতিযোগিতা আইএসএলে পরপর তিনটি ম্যাচে হারার পর কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব ছেড়েছেন। তারপরই ব্রুজোনকে হেড কোচ করার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। তবে তিনি এখনো ভারতে আসেননি। ভিসা পেলেই চলে আসবেন।

ভারতে এর আগেও কোচিং করেছেন ব্রুজোন। তিনি মুম্বই এফসি-র চিফ কোচ ছিলেন। ফলে ভারত বা আইএসএল তার কাছে নতুন কোনো জায়গা নয়। তবে শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গলের দায়িত্বে তিনি প্রথমবার থাকবেন।

আগামী ১৯ অক্টোবর আইএসএলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ। ১৯ তারিখের আগে ভারতে আসতে পারলে প্রথমেই বড় পরীক্ষার মুখে পড়বেন ব্রুজোন। তিনি সেই সময়ের মধ্যে না আসতে পারলে সহকারী কোচ বিনো জর্জই ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকবেন।

কেন ব্রুজোনকে বাছলো ইস্টবেঙ্গল?

সূত্র জানাচ্ছে, কুয়াদ্রাত দায়িত্ব ছেড়ে দেয়ার পর ব্রুজোন এবং বেঙ্গালুরু এফসি-র সাবেক কোচ রোকাকে শর্টলিস্ট করেছিল ইস্টবেঙ্গল। তারমধ্যে থেকে শেষপর্যন্ত ব্রুজোনকেই বেছে নেয়া হয়েছে। কারণ, ব্রুজোন বসুন্ধরাকে সাতটি ও মালদ্বীপের দলকে চারটি ট্রফি এনে দিয়েছেন। উপমহাদেশে এমন সাফল্য খুব কম কোচেরই আছে।

আইএসএলে একের পর এক ম্যাচ হেরে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের আত্মবিশ্বাস তলানিতে। সেই অবস্থায় টিমকে ঘুরে দাঁড়াতে গেলে ব্রুজোনের মতো একজন কোচ দরকার বলে ক্লাবকর্তারা এবং ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামির কর্তারা মনে করেছেন।  এর আগে ব্রুজোনের কোচিংয়ে বসুন্ধরা যখন মোহনবাগানের বিরুদ্ধে এএফসি কাপ খেলেছিল, তখন তারা একটি ম্যাচে জিতেছিল, অন্যটি ড্র হয়েছিল

ভালো প্লেয়ার এনেও

ইস্টবেঙ্গল এবার প্রচুর ভালো ও আইএসএলে সফল প্লেয়ারদের দলে নিয়েছে। ভারতীয় প্লেয়ারদের মধ্যে জিকসন সিং, আনোয়ার আলি, ডেভিডের মতো প্রতিশ্রুতিবান ও ভারতীয় দলে খেলা প্লেয়াররা আছে। 

গত আইএসএলে সবচেয়ে বেশি গোল করা গ্রিসের ফুটবলার দিমিত্রিয়াস দিয়ামানতাকোসকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়া মাদিহ তালালকেও দলে নেয়া হয়েছে। গতবারের সফল প্লেয়ার ক্লেটন সিলভা, নন্দ কুমার, নওরেম মহেশ, আমন সিকে, সল ক্রেসপো, হিজাজি মাহের, সৌভিক চক্রবর্তীরাও আছেন। তা সত্ত্বেও প্রথমে এএফসি কাপের দুইটি ম্যাচ ও পরে আইএসএলের চারটি ম্যাচ হেরেছে তারা।

এবার কোচবদল করে জয়ে ফিরতে চাইছে ইস্টবেঙ্গল।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)