1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক কারখানা তদারকিতে আরএসসি

৫ সেপ্টেম্বর ২০১৯

শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ বাংলাদেশের পোশাক কারখানাগুলো তদারকিতে আরএমজি সাসটেইনেবল কাউন্সিল (আরএসসি) গঠনে চূড়ান্ত ঐক্যমতে পৌঁছেছে সব পক্ষ৷

https://p.dw.com/p/3P2XL
Bangladesch Textilarbeiterinnen in Dhaka
ছবি: AP

কারখানা মালিক, বিদেশি ক্রেতা ও শ্রমিক নেতাদের নিয়ে ঢাকায় টানা দুদিন ত্রিপক্ষীয় বৈঠকের পর গত মঙ্গলবার এই কাউন্সিল গঠনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷

আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের জোট ইডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল বা আইবিসির নির্বাহী সদস্য জেড এম কামরুল আনাম জানান, আগামী ২৫ নভেম্বরের মধ্যে আরএসসি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে৷ আর ২০২০ সালের জানুয়ারিতে কারখানাগুলোতে পরিদর্শন, সংস্কার পরামর্শ ও অন্যান্য কাজ শুরু করবে তারা৷

বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, "আমরা ত্রিপক্ষীয় আলোচনায় সর্বসম্মতভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছি৷ আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলও আমাদের এই সমঝোতায় বিভিন্নভাবে সহায়তা দিয়েছে৷ নতুন এই কাউন্সিল একটি অলাভজনক প্রতিষ্ঠান হবে৷ এটি আইনি বাধ্যবাধকতার মধ্যে থাকবে৷''

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে ক্রেতা দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়৷ তার পরিপ্রেক্ষিতে কারখানা পরিদর্শনে ইউরোপীয় ২২৮টি ক্রেতার সমন্বয়ে গঠিত হয় অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ বা অ্যাকর্ড৷ ২০১৮ সালের মে মাসে অ্যাকর্ডের কার্যকারিতার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল৷

একই সময়ে একই লক্ষ্যে গঠিত আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স নির্দিষ্ট সময়ের পর ফিরে গেলেও কাজ শেষ হয়নি বলে আরও তিন বছর সময় বাড়ানোর উদ্যোগ নেয় অ্যাকর্ড৷ মালিক ও শ্রমিকপক্ষের বিরোধিতার কারণে অ্যাকর্ডের মেয়াদ বৃদ্ধির ওই উদ্যোগ আদালতে গড়ালে অ্যাকর্ড ও বিজিএমইএ যৌথভাবে গত ৮ মে আরও ২৮১ কর্মদিবস কাজ করতে একটি সমঝোতা চুক্তিতে সই করে৷

এসআই/ (রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য