1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিলামে মেরিলিন, গাগা আর জ্যাকসনের ব্যবহৃত জিনিস

৬ ডিসেম্বর ২০১১

বেভারলি হিল্সের জুলিয়েন্স অকশানে লেডি গাগার পোশাক সহ মেরিলিন মনরোর কিছু পুরনো ছবি এবং জন লেননের স্কেচও স্থান পায়৷ সবমিলে প্রায় চার মিলিয়ন ডলার উঠে আসে নিলাম থেকে৷

https://p.dw.com/p/13NQ7
মেরিলিন মনরোছবি: AP

২০০১ সালের ‘মাদাম ফিগারো' ম্যাগাজিনের প্রচ্ছদে লেডি গাগার ছবি ছাপা হয়৷ যে পোশাকটি তিনি পরেছিলেন সেই পোশাক বিক্রি হয় ৩১ হাজার ২৫০ ডলারে৷ এছাড়া ভিডিও বর্ন দিস ওয়ে-তে লেডি গাগা একটি প্লাস্টিকের অস্ত্র হাতে ধরে ছিলেন৷ সেই প্লাস্টিকের অস্ত্রটি বিক্রি হয়েছে সাত হাজার ছয়শো আশি ডলারে৷

Michael Jackson in Berlin 2002
মাইকেল জ্যাকসনছবি: AP

নিলামে উঠেছে নর্মা জিন অর্থাৎ প্রয়াত মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরোর কিছু ছবির নেগেটিভ৷ এগুলো বিক্রি হয়েছে সাড়ে তিন লক্ষ ডলারে৷ ইউ-টু ব্যান্ডের গায়ক বোনোর ব্যক্তিগত গিটার বিক্রি হয়েছে এক লক্ষ ৩৫ হাজার ডলারে৷

নিলামে ওঠা বিভিন্ন জিনিসের মধ্যে ছিল বিটলস জন লেনন এবং পল ম্যাকার্টনির দুটি জ্যাকেট৷ জ্যাকেট দুটি তাঁরা পরেছিলেন ‘হেল্প' ছবিতে৷ জ্যাকেট দুটি বিক্রি হয় ৪৩ হাজার ডলারে৷ এছাড়া জন লেননের আঁকা নিজের প্রতিকৃতিও৷ স্কেচে জল লেননের সঙ্গে আছেন তাঁর স্ত্রী ইয়োকো ওনো৷ স্কেচটি আঁকা হয় ১৯৬৯ সালের ‘বেড ইন' ট্যুরে৷ বিক্রি হয় ৯০ হাজার ডলারে৷

Europride 2011 in Rom Lady Gaga
লেডি গাগাছবি: AP

মাইকেল জ্যাকসনের বেশ কিছু ব্যবহৃত জিনিসপত্রও উঠেছিল জুলিয়েন্সের অকশানে৷ ভিক্টোরি ট্যুরে যে সানগ্লাসটি মাইকেল জ্যাকসন পরেছিলেন তা বিক্রি হয়েছে সাত হাজারেরও বেশি ডলারে৷ এর পাশাপাশি ছিল ১৯৭৬ সালে অ্যামেরিকান মিউজিক এ্যাওয়ার্ডসে জ্যাকসন ফাইভের স্টেজ পারফরমেন্সের কস্টিউমগুলো৷ কস্টিউমগুলো বিক্রি হয় দশ হাজার ডলারে৷

২০০৯ সালে বাড়ির একটি আয়নায় মাইকেল জ্যাকসন নিজ হাতে লিখেছিলেন ‘মার্চ, এপ্রিল, মে – ফুল অন' অর্থাৎ জুলাই মাসের কনসার্টের শিডিউল৷ অর্থাৎ মহড়া চলবে পুরোদমে এই তিনটি মাসে৷ সেই আয়নাও উঠেছে নিলামে কিন্তু তা কত টাকায় বিক্রি হয়ছে জানা যায়নি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য