নিম্ন আদালতে তিন আইনজীবীর জামিন নাকচ
১১ আগস্ট ২০১১হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি ১০ আইনজীবী আগামী ১৪ই আগষ্ট রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন৷ আর ওইদিনই তারা হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের আদালতে গিয়ে ক্ষমা চাইবেন৷ এই আদলতেই তাঁরা হট্টগোল করেছিলেন৷ এসময়ের মধ্যে পুলিশ তাঁদের গ্রেফতার বা নির্যাতন করবেনা৷ সুপ্রিমকোর্ট আইনজীবী সমতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন জানান, এনিয়ে তাঁর সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কথা হয়েছে৷ আর সেই আলোচনার ভিত্তিতেই আসামি আইনজীবীরা আত্মসমর্পণ এবং ক্ষমা প্রার্থনার সিদ্ধান্ত নিয়েছেন৷
তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এটাকে ঠিক সমঝোতা বলা ঠিক হবেনা৷ তাঁরা যাতে পুলিশি হয়রানি ছাড়া নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারেন এবং হাইকোর্টে এসে ক্ষমা চাইতে পারেন, তাঁর ব্যবস্থা তিনি করছেন৷ প্রধান বিচারপতি তাঁকে এ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন৷
একই দিন ১৪ ই আগষ্ট ১৩ আইনজীবীর সনদ বাতিল হবে কি না - তার উপর শুনানি হবে হাইকোর্টে৷ এদিকে বুধবার ভোররাতে হট্টগোল মামলার এক আসামি আইনজীবী মমতাজ উদ্দিনকে পুলিশ সেগুন বাগিচা এলাকা খেকে গ্রেফতার করেছে৷ এনিয়ে ১৪ আসামির ৪ জনকে গ্রেফতার করা হল৷ গ্রেফতারের পর তাঁকে জাতীয় হৃদরোগ ইনন্সিটিউটে ভর্তি করেছে পুলিশ৷ তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁকে নির্যাতনের অভিযোগ করা হয়েছে৷
অন্যদিকে এর আগে গ্রেফতার সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ ৩ আইনজীবীকে হাইকোর্টে হট্টগোল মামলায় জামিন দেয়নি নিম্ন আদালত৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ