1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গামার মামলায় ১০ আইনজীবীকে জামিন দেয়নি হাইকোর্ট

১০ আগস্ট ২০১১

তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পন করতে হবে৷ এটর্নি জেনারেল বলেছেন, তাঁদের গ্রেফতারে আইনগত কোন বাধা নেই৷ আর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, তাঁরা আবার হাইকোর্টেই জামিন আবেদন জানাতে পারবেন৷

https://p.dw.com/p/12E5b
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ঢাকা হাইকোর্টছবি: DW/Harun Ur Rashid Swapan

মুফতি ফজলুল হক আমিনী সংবিধান ডাস্টবিনে ছুড়ে মারার কথা বলায়, তা আদালতে চ্যলেঞ্জ করা হয়৷ গত বুধবার হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং গোবিন্দ চন্দ্র ঠাকুর রায় দিতে গিয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার একই ধরনের মন্তব্যকেও রাষ্ট্রদ্রোহের সমান অপরাধ বলে পর্যবেক্ষন দেন৷ আর তাতেই বিএনপি পন্থী আইনজীবীরা হাঙ্গামা করেন আদালত কক্ষে৷ অভিযোগ সেখানে পুলিশকে দায়িত্ব পালনেও বাধা দেয়া হয়৷

এই ঘটনায় মোট ২টি মামলা হয়েছে৷ সেই মামলায় আসামি ১০ জন আইনজীবী হাইকোর্টের বিচারপতি আনোয়ার উল হক এবং বিচারপতি জহিরুল হকের আদালতে জামিনের আবেদন জানান৷ দুই দিন শুনানির পর আজ অপরাহ্নে আদালত তার আদেশে তাদের জামিন আবেদন নাকচ করে দেন৷ এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই আদেশের পর তাঁদের এখন নিম্ন আদালতে আত্মসর্পন করতে হবে৷ আর তাঁদের গ্রেফতারে কোন আইনগত বাধা নেই৷ তবে আসামিদের আইনজীবী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাবু বলেন যে, তাঁরা হাইকোর্টেই আবার জামিনের আবেদন জানাতে পারবেন৷

এই মামলায় ইতিমধ্যই সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসফিয়া আশরাফি পাপিয়াসহ তিনজন আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ৷ আর গ্রেফতার এড়াতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি অফিসে অবস্থান নেয়া আইনজীবী মোহাম্মদ আলী গা ঢাকা দিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য