১০ই অক্টোবর তদন্ত রিপোর্ট দেবে আদালত
৯ আগস্ট ২০১১খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা এবং তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে বিএনপি৷ এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের নানা সংকট থেকে সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্যই সরকার এ কাজ করছে৷ তিনি বলেন, সরকার এই মামলা দিয়ে আলোচনার সব পথ বন্ধ করে দিচ্ছে৷ মামলা এবং গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বুধবার ঢাকায় এবং বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি৷
সকালে জাতীয়তাবাদী মহিলা দল প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করে৷ কর্মসূচিতে বিএনপি'র সিনিয়র নেতারা অংশ নেন৷ এদিকে, আজ মহানগর হাকিমের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির মামলা উপস্থাপন করা হয়৷ আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১০ই অক্টোবর দুদককে তদন্ত রিপোর্ট দিতে বলেছে বলে প্রকাশ৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ