হাইকোর্টে হট্টগোল মামলার ২য় দফা শুনানি আজ
৮ আগস্ট ২০১১প্রথম দিনের শুনানিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন তাদের আশঙ্কা আইনজীবীদের গ্রেফতারের পর নির্যাতন করা হবে৷ আর এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আইনজীবীরা গ্রেফতার হোক, নির্যাতনের শিকার হোক তারাও তা চান না৷
গত ২রা আগষ্ট হাইকোর্টের বিচারকের আদালত কক্ষে হট্টগোলের ঘটনায় মোট মামলা হয়েছে দুটি৷ এরমধ্যে একটি আদালতে হট্টগোল এবং আরেকটি পুলিশকে মারধর এবং দায়িত্ব পলানে বাধা দেয়ার অভিযোগ৷
মামলায় ইতিমধ্যেই সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ রোববার হাইকোর্টে বাকি ১১ জনের আগাম জামিন আবেদন করা হয়৷ বিচারপতি মো. আনোয়ার উল হক এবং বিচারপতি এ কে এম জহিরুল হক জামিন শুনানি আজ সকাল ৯টা পর্যন্ত মুলতুবি করেন৷
আদালতে ১১ জনের জামিন চেয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, যে ধারায় মামলা করা হয়েছে তার মধ্যে একটি ছাড়া সব জামিনযোগ্য৷ বাইরের কোন ঘটনাকে টেনে এনে যেন এই মামলাকে প্রভাবিত করা না হয়৷ তাদের আশঙ্কা আইনজীবীদের গ্রেফতার করে পুলিশ নির্যাতন চালাতে পারে৷
এটর্নি জেনারেল মাহবুবে আলম জামিনের বিরোধিতা করেন বলেন, আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে৷ তবে তিনিও চান না যে আইনজীবীরা গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হোক৷
গ্রেফতার এড়াতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে অবস্থান নেয়া এ্যাডভোকেট মোহাম্মদ আলীও শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন৷ শুনানি মুলতুবি হওয়ায় তিনি আবার সমিতি অফিসে ফিরে যান৷ তিনি জানিয়েছেন আদেশ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক