1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানালেন পোপ ষোড়শ বেনেডিক্ট

সঞ্জীব বর্মন১০ মে ২০০৯

পোপ ষোড়শ বেনেডিক্ট জর্ডান ও ইসরায়েল সফরে মুসলিম ও ইহুদিদের প্রতি সমঝোতার হাত বাড়িয়ে দিয়েছেন৷ এর ফলে পোপকে ঘিরে কিছু বিতর্ক কমে যাবে বলে আশা করা হচ্ছে৷

https://p.dw.com/p/Hmyf
আম্মানে এক গির্জা পরিদর্শন করেন পোপ ষোড়শ বেনেডিক্টছবি: AP

পোপ ষোড়শ বেনেডিক্টের মধ্যপ্রাচ্য সফর অনেকগুলি কারণেই গোটা বিশ্বের নজর কাড়ছে৷ এমন এক সময় তিনি ঐ অঞ্চলে এসেছেন, যখন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া কার্যত থেমে গেছে৷ আফগানিস্তান, পাকিস্তান, ইরান ইত্যাদি আশেপাশের অনেক দেশকে ঘিরে চলছে একাধিক সঙ্কট৷

বিভাজনের এমন এক পরিবেশে ইহুদি, ইসলাম ও খ্রীষ্টধর্মের মধ্যে অমিলের চেয়ে মিলগুলির প্রতিই দৃষ্টি আকর্ষণ করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ পূর্বসূরি পোপ দ্বিতীয় জন পল বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে যে উদ্যোগ নিয়েছিলেন, তা প্রশংসা কুড়িয়েছিল৷ কিন্তু ষোড়শ বেনেডিক্ট নিজের কট্টরপন্থী মনোভাব ও নানা মন্তব্য ও পদক্ষেপের কারণে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েছেন৷ ফলে তাঁর কণ্ঠে ধর্মীয় ঐক্যের এই বাণী যথেষ্ট আগ্রহের সৃষ্টি করছে৷ জর্ডানের পবিত্র ‘মাউন্ট নেবো’ পাহাড়ে দাঁড়িয়ে পোপ আশা প্রকাশ করেছেন, যে খ্রীষ্টান ও ইহুদিদের মধ্যে সমঝোতার পথে সব বাধা দূর হয়ে যাবে৷ মুসলিম ও খ্রীষ্টানদের মধ্যেও ভুল বোঝাবুঝি দূর করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি৷ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে এমনটা সম্ভব বলে মনে করেন পোপ৷ তিনি বলেন, ধর্ম প্রায়ই আদর্শগত স্বার্থসিদ্ধির হাতিয়ার হয়ে থাকে৷ রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ করতে এমনটা করা হয়৷ ফলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়৷ জর্ডানের বৃহত্তম মসজিদ পরিদর্শন করে পোপ এই মন্তব্য করেন৷

মধ্যপ্রাচ্য সফর পোপ ষোড়শ বেনেডিক্টের কাছে এক তীর্থযাত্রা৷ যীশু খ্রীষ্টের সঙ্গে জড়িত বাইবেলে উল্লিখিত একাধিক গুরুত্বপূর্ণ স্থান এই এলাকায় ছড়িয়ে রয়েছে৷ রবিবার জর্ডান ও আশেপাশের দেশগুলির ক্যাথলিক ধর্মাবলম্বীদের সঙ্গে প্রার্থনাসভার পর পোপ ইসরায়েলের জেরুজালেম শহরে পৌঁছবেন৷

উল্লেখ্য, ২০০৬ সালে পোপ ইসলাম ধর্মের সমালোচনামূলক এক মন্তব্যের ফলে তুমুল রোষের মুখে পড়েছিলেন৷ সম্প্রতি ইহুদি নিধন যজ্ঞ বা হলোকাস্টকে অস্বীকার করেন, এমন এক বিশপকে ক্যাথলিক সম্প্রদায়ের মূল ধারায় ফিরিয়ে আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে পোপ ইহুদিদেরও রোষের শিকার হন৷ এবারের মধ্যপ্রাচ্য সফরে সেই ক্ষত দূর হবে বলে ভ্যাটিকান আশা করছে৷