1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের বাড়ির জিনিসপত্র বিক্রি হলো মিলিয়ন ডলারে

১৮ ডিসেম্বর ২০১১

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাড়ির আসবাবপত্র বিক্রি হলো প্রায় এক মিলিয়ন ডলার মূল্যে৷ জ্যাকসনের ব্যবহৃত জিনিস পেতে বিশ্বের নানা দেশ থেকে তার ভক্তরা জড়ো হয়েছিলো বেভারলি হিলসের বাড়িটিতে৷

https://p.dw.com/p/13V3F
জ্যাকসন ভক্তছবি: AP

মার্কিন নিলাম কোম্পানি ‘জুলিয়েন্স অকশন' এর আয়োজনে এই নিলাম অনুষ্ঠিত হলো৷ এই নিলাম থেকে তারা যা আশা করেছিলেন তার চেয়েও তিনগুণ বেশি মূল্য দিলেন জ্যাকসন ভক্তরা৷ তারা যাতে এই নিলামে আসতে পারে সেজন্য ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত ১০০ নর্থ ক্যারলউড ড্রাইভের বিশাল বাড়িটি নতুনভাবে সাজানো হয়৷ জ্যাকসনের স্মৃতিকে সঙ্গে নিয়ে ভক্তরা হাজির হন সেই বাড়িটিতে যেখানে ২০০৯ সালের ২৫ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পপ সম্রাট৷

Flash-Galerie 250 Jahre Marie Tussaud Wachsfigur Michael Jackson
ছবি: AP

বিক্রি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে জ্যাকসনের শোবার ঘরের একটি আয়না, যার ওপর জ্যাকসন নিজের হাতে লিখে রেখেছেন কিছু কথা৷ ফোনের মাধ্যমে এক ভক্ত ২৫,৭৫০ ডলারের বিনিময়ে এই আয়নাটি কিনে নিয়েছেন৷ রান্নাঘরের একটি চকবোর্ড পাঁচ হাজার ডলারের বিনিময়ে বিক্রি হয়েছে৷ এই চকবোর্ডের ওপর জ্যাকসনের বাচ্চারা লিখে রেখেছে ‘আই লাভ ড্যাডি'৷ জ্যাকসনের ব্যবহৃত বিছানার একটি অংশ বিক্রি হয়েছে ১৫,৩৬০ ডলারে৷ তবে বিছানার মাথার অংশটি অবশ্য বিক্রি করা হয়নি৷ জ্যাকসন পরিবারের অনুরোধের কারণে এটি নিলাম থেকে বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে নিলাম কোম্পানি ‘জুলিয়েন্স অকশন'৷

তারা জানিয়েছে, ভক্তদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে তারা৷ মৃত্যুর আড়াই বছর পরও এখনও যেন তাদের সমানভাবে নাড়া দিয়ে যাচ্ছেন কিং অব পপ মাইকেল জ্যাকসন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য