জ্যাকসনের বাড়ির জিনিসপত্র বিক্রি হলো মিলিয়ন ডলারে
১৮ ডিসেম্বর ২০১১মার্কিন নিলাম কোম্পানি ‘জুলিয়েন্স অকশন' এর আয়োজনে এই নিলাম অনুষ্ঠিত হলো৷ এই নিলাম থেকে তারা যা আশা করেছিলেন তার চেয়েও তিনগুণ বেশি মূল্য দিলেন জ্যাকসন ভক্তরা৷ তারা যাতে এই নিলামে আসতে পারে সেজন্য ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত ১০০ নর্থ ক্যারলউড ড্রাইভের বিশাল বাড়িটি নতুনভাবে সাজানো হয়৷ জ্যাকসনের স্মৃতিকে সঙ্গে নিয়ে ভক্তরা হাজির হন সেই বাড়িটিতে যেখানে ২০০৯ সালের ২৫ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পপ সম্রাট৷
বিক্রি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে জ্যাকসনের শোবার ঘরের একটি আয়না, যার ওপর জ্যাকসন নিজের হাতে লিখে রেখেছেন কিছু কথা৷ ফোনের মাধ্যমে এক ভক্ত ২৫,৭৫০ ডলারের বিনিময়ে এই আয়নাটি কিনে নিয়েছেন৷ রান্নাঘরের একটি চকবোর্ড পাঁচ হাজার ডলারের বিনিময়ে বিক্রি হয়েছে৷ এই চকবোর্ডের ওপর জ্যাকসনের বাচ্চারা লিখে রেখেছে ‘আই লাভ ড্যাডি'৷ জ্যাকসনের ব্যবহৃত বিছানার একটি অংশ বিক্রি হয়েছে ১৫,৩৬০ ডলারে৷ তবে বিছানার মাথার অংশটি অবশ্য বিক্রি করা হয়নি৷ জ্যাকসন পরিবারের অনুরোধের কারণে এটি নিলাম থেকে বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে নিলাম কোম্পানি ‘জুলিয়েন্স অকশন'৷
তারা জানিয়েছে, ভক্তদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে তারা৷ মৃত্যুর আড়াই বছর পরও এখনও যেন তাদের সমানভাবে নাড়া দিয়ে যাচ্ছেন কিং অব পপ মাইকেল জ্যাকসন৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: আরাফাতুল ইসলাম