জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, কমানো হয়েছে ভর্তুকি: জ্বালানি উপদেষ্টা
১৭ নভেম্বর ২০১১গত ১১ই নভেম্বর বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ান হয়৷ এর আগে সেপ্টেম্বরে ৫ টাকা এবং মে মাসে ২ টাকা করে বাড়ান হয়৷ বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আবার কমতে শুরু করেছে৷ প্রতিবেশী দেশ ভারতে তাই বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের দাম লিটারে ২ রুপি কমানো হয়েছে৷ বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, না কমানো হবেনা৷ কারণ এখানে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি ভর্তুকি কমানো হয়েছে৷ আর এখন যে জ্বালানি তেল বাজারে দেয়া হচ্ছে তা আগে আমাদানি করা৷ তাই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের সুযোগ নেই৷
তিনি বলেন, জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সরকারের কোন উপায় ছিলনা৷ আর বাড়ানোর পর এখনো বিপুল পরিমাণ অর্থ গুনতে হচ্ছে ভর্তুকি হিসেবে৷ তিনি বলেন, বিএনপি এর চেয়ে বেশি হারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল৷
এদিকে প্রধান বিরোধী দল বিএনপি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বুধ ও বৃস্পতিবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করছে৷ ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা ড. খন্দকার মোশররফ হোসেন জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক