২০১৩ সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ
১১ নভেম্বর ২০১১বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সচিব আবুল কালাম আজাদ ডয়চে ভেলেকে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় গ্রীডে ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে৷ তবু্ও বিদ্যুতের ঘাটতি রয়ে গেছে৷ কারণ উৎপাদন বাড়ার সঙ্গে চাহিদাও বাড়ছে৷ তিনি জানান, চাহিদা ও উৎপাদন সমান হলেই বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ বলা যাবেনা৷ চাহিদার অতিরিক্ত আরো ২০ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারলেই বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবার কথা বলা যায়৷ বাংলাদেশকে সে পর্যায়ে যেতে ২০১৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ আর সেজন্য ভারত থেকেও বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ৷
তিনি বলেন, ভারতের রাজ্যগুলো যে দামে বিদ্যুৎ পায় বাংলাদেশও সেই দামেই বিদ্যুৎ পাবে৷ আর ভারতের অংশে ভারত এবং বাংলাদেশের অংশে বাংলাদেশ সঞ্চালন লাইন স্থাপন করবে৷
বিদ্যুৎ ও জ্বালানি সচিব জানান, নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎও আমদানি করবে বাংলাদেশ৷ এজন্য বাংলাদেশ ঐ দুই দেশে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনে যৌথ বিনিয়োগে যাবে৷ তিনি জানান, এই সরকারের আমলে বেসরকারি খাতে মোট ৪৭টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দেয়া হয়েছে৷ এরমধ্যে চালু হয়েছে ২৬টি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক