বাংলাদেশে ভোগ্যপণ্যের উপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব
১২ নভেম্বর ২০১১ঢাকায় শাকসব্জিসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের সব চেয়ে বড় বাজার কারওয়ান বাজার৷ কারওয়ান বাজারের ব্যাবসায়িরা জানান, তাদের জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পণ্য পরিবহনের খরচ ইতিমধ্যেই বেড়ে গেছে৷ তাই তাদের পণ্যের দাম বাড়ান ছাড়া আর কোন উপায় নেই৷
ব্যবসায়িরা জানান, পাইকারি বাজারে এরই মধ্যে পণ্যের দাম বেড়ে গেছে৷ বিশেষ করে শাকব্জিসহ যেসব পণ্য প্রতিদিন ঢাকার বাইরে থেকে আনেতে হয় তার দামে প্রভাব পড়েছে৷ আর সাধারণ ক্রেতাদের পকেট থেকে ইতিমধ্যেই খসতে শুরু করেছে বাড়তি পয়সা৷
এদিকে যাত্রী পরিবহণে আনুষ্ঠানিকভাবে ভাড়া বাড়ার ঘোষণা এখনো না আসলেও বাড়তি ভাড়া আদায় শুরু হয়ে গেছে৷ বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির নেতা কামাল হোসেন জানিয়েছেন, কাল থেকে বাড়তি ভাড়ার ঘোষণা আসতে পারে৷
আর সাধারণ মানুষের কথা তাদের আয় বাড়ছে না অথচ জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে৷ যা তাদের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে৷ অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ জ্বালানি তেলের দাম বাড়ানোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক প্রতিবাদ সমাবেশে বলেছেন সরকার জ্বালানি তেলসহ সবকিছুর দাম বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই