জার্মানির নব্য-নাৎসিরা রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েছে
৮ জুন ২০২০জার্মানির চরম ডানপন্থি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির যুব দলের সদস্য় ও আরেক ডানপন্থি গোষ্ঠী দ্য থার্ড ওয়ে'র সদস্যরা ইতিমধ্যে প্রশিক্ষণ শেষ করেছে বলে ফোকুসকে জানিয়েছেন জার্মানির গোয়েন্দারা৷
তাদেরকে অস্ত্র চালানো ও বোমার ব্যবহার শেখানো হয়েছে৷ এছাড়া সম্মুখ যুদ্ধ সম্পর্কেও তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে৷
প্রশিক্ষণার্থীদের মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডের নাগরিকেরাও আছেন বলে জানা গেছে৷
রাশিয়ার চরম ডানপন্থি রাশিয়ান ইম্পেরিয়াল মুভমেন্ট বা রিম এসব প্রশিক্ষণ পরিচালনা করছে৷ জার্মানির গোয়েন্দাদের ধারনা, সেন্ট পিটার্সবার্গের কাছে রিমের দুটি প্রশিক্ষণ শিবির আছে৷ রাশিয়ান সাম্রাজ্য ফিরিয়ে আনতে চায় রিম৷
যুক্তরাষ্ট্র রিমকে বৈশ্ৱিক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে৷ ‘‘গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের হোয়াইট সুপ্রেমেসিস্ট ও ইউরোপের নব্য-নাৎসিদের আধা-সামরিক প্রশিক্ষণ দিয়েছে,’’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ সেই সময় রাশিয়া বলেছিল, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক নয়৷ এছাড়া যুক্তরাষ্ট্র বিস্তারিত তথ্য দেয়নি বলেও জানিয়েছিল রাশিয়া৷
রাশিয়াও অবশ্য চরম ডানপন্থি খ্রিস্টান অর্থডক্স রুশদের সন্ত্রাসী বলে বিবেচনা করে৷ তবে রিমকে নিষিদ্ধ করেনি রাশিয়া৷
জার্মানির চরম ডানপন্থিদের রাশিয়ায় ট্রেনিং নেয়ার বিষয়টি জানা থাকলেও আইনগত কারণে তাদের রাশিয়া যাওয়া বন্ধ করা সম্ভব নয়, বলে ফোকুসকে জানিয়েছেন জার্মান গোয়েন্দারা৷
তবে তাদের ধারনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এ ধরনের শিবিরের অস্তিত্ব সম্পর্কে জানেন৷
ক্রিস্টি প্লাডসন/জেডএইচ
গতবছর মার্চের ছবিঘরটি দেখুন...