নব্য নাৎসি গোষ্ঠী নিষিদ্ধ করলো জার্মানি
২৩ জানুয়ারি ২০২০প্রায় দুইশ' নিরাপত্তাকর্মী জার্মানির ছয়টি রাজ্যে অভিযানে অংশ নেন৷ এই সময় ফোন, ল্যাপটপ, নাৎসি প্রতীক সম্বলিত পোশাক জব্দ করা হয়৷
এক বিবৃতিতে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী সেহোফার বলেছেন, ‘‘আজকের নিষেধাজ্ঞা একটি স্পষ্ট সংকেত দিচ্ছে: উগ্র ডানপন্থি ও ইহুদিবিরোধীদের জার্মান সমাজে কোনো জায়গা নেই৷''
অভিবাসীদের সমর্থনে কথা বলার জন্য পরিচিত জার্মান রাজনীতিক ভাল্টার ল্যুবেককে গতবছর হত্যা করা হয়েছিল৷ সন্দেহভাজন হত্যাকারীর সঙ্গে ‘কমব্যাট ১৮' গোষ্ঠীর যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়৷
এছাড়া গতবছর হালে শহরের একটি সিনাগগের কাছে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছিল৷ তারও বছর দুয়েক আগে আরেকটি নব্য নাৎসি গোষ্ঠী এনএসইউ-র বিরুদ্ধে অভিবাসীদের হত্যার অভিযোগ আনা হয়েছিল৷
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এনএসইউর সন্ত্রাসী হামলা, ভাল্টার ল্যুবেক হত্যা এবং হালে শহরের সন্ত্রাসী কর্মকাণ্ড, আমাদের মতো মুক্ত সমাজে উগ্র ডানপন্থিরা কতখানি বিপদের হয়ে উঠছে, তা বুঝিয়ে দিয়েছে৷''
১৯৯২ সালে ব্রিটেনে কমব্যাট ১৮ গোষ্ঠী গড়ে ওঠে৷ ১ আর ৮ সংখ্যা দিয়ে ইংরেজি বর্ণমালার এক ও আট নম্বর অক্ষরকে বোঝানো হয়েছে৷ এই দুটি অক্ষর হচ্ছে ‘এ' এবং ‘এইচ'- যা আডল্ফ হিটলারের নামের আদ্যক্ষর৷
কমব্যাট ১৮ গোষ্ঠীর জার্মান শাখায় ২০ জনের মতো সদস্য রয়েছে বলে মনে করা হয়৷ কাসেল শহরের ৪৩ বছর বয়সি স্ট্যানলি ব়্যোসকে এবং ডর্টমুন্ডের ৩৫ বছর বয়সি রবিন শ্মিমান এই গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা বলে জানা গেছে৷ টিউনিশিয়ার এক নাগরিককে গুলি করার দায়ে জেল খেটেছেন শ্মিমান৷
নিষেধাজ্ঞার কারণে কমব্যাট ১৮-র সদস্যরা কোথাও মিলিত হতে পারবে না৷ এছাড়া কোথাও তাদের লোগো ব্যবহারও অবৈধ বলে বিবেচিত হবে৷ ইউরোপের পুলিশ সংস্থা ইউরোপোল বলেছে, কমব্যাট ১৮ ইউরোপের জন্যও হুমকি৷
জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)