জার্মানিতে মসজিদ
৮ এপ্রিল ২০১২দেয়ালে কোনো কারুকাজ নেই৷ নেই আভিজাত্যে মোড়ানো ঝাড়বাতি৷ নেই সুদীর্ঘ গম্বুজ৷ আছে মোটে চারদিকের চারটি দেয়াল৷ আর আছে মাথার উপর ছাদ৷ শুধু এইটুকু নিয়েই সুসম্পন্ন হতে পারে একটি মসজিদ৷
সেই হজরত মহম্মদ-এর আমলের কথাই ভেবে দেখুন৷ চার দেয়ালের উপর কেবল খেজুর পাতার ছাওনি৷ আর মক্কার দিকে ফেরানো মুখ৷ ব্যাস, এইটুকুতেই হয়ে যেত মসজিদ৷ সাজ-সজ্জাহীন সে সাধারণ ঘর-ই হয়ে যেত নিপুণ প্রার্থনালয়৷
মসজিদের ছিমছাম সেই সাধারণ গড়ন আজও আছে৷ নিরলঙ্কার মসজিদ আজও আছে দুনিয়ার দেশে দেশে৷ তবে কি-না, আধুনিক এই স্থাপত্যের যুগে পরিবর্তনের ছোঁয়া লেগেছে মুসলিমদের উপাসনালয়েও৷
বিরাট, বিপুল জায়গা নিয়ে, কয়েক তলা জুড়ে মসজিদ তৈরি হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে৷ আধুনিক সে সব মসজিদের কোনোটিকে হয়তো বাইরে থেকে দেখতে মনে হতে পারে একটি বাঙ্কারের মতো৷ আবার কোনো মসজিদের গম্বুজ এমনই মনোরম, যে দেখে মন ভরে যায়৷
পৃথিবীর অন্যান্য দেশের মতো, জার্মানিতেও রয়েছে অসংখ্য মসজিদ৷ সেই ক্ল্যাসিক গড়ন থেকে একেবারে আধুনিক স্থাপত্য নকশা – সব ধরণের নকশার মসজিদ-ই আছে এ দেশে৷
পরিসংখ্যান বলছে, জার্মানির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে প্রায় দুই হাজার মসজিদ৷ শুধু তাই নয়, এর সংখ্যা দিন দিন বাড়ছেই৷ ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত মোট ১২০ টি নতুন মসজিদ নির্মিত হয়েছে ইউরোপের এ দেশটিতে৷
জগত জুড়ে ছড়িয়ে থাকা এসব মসজিদের সৌন্দর্য ও স্থাপত্য নকশা তুলে ধরতেই ক'দিন আগে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় স্টুটগার্টে৷ ইন্সটিটিউট ফর ফরেন কালচারাল রিলশনস গ্যালারি এ প্রদর্শনীর আয়োজন করে৷ আগামী জুন মাসে এ প্রদর্শনীটি-ই আবার শুরু হবে বার্লিনে৷
তুরস্ক, সুইজারল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশের ৩০ টি মসজিদকে তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে৷ ১৯৬০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নির্মিত উল্লেখযোগ্য মসজিদগুলোই ঠাঁই পেয়েছে এখানে৷
প্রদর্শনীর তত্ত্বাবধায়ক ভালেরি হামারবাখার ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘জার্মানিতে অসংখ্য মসজিদ আছে৷ সেগুলো সম্পর্কে মানুষকে জানাতেই এই প্রদর্শনীর আয়োজন৷''
প্রতিবেদন: ক্রিস্টিনা বায়ার্ট / আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন