1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মসজিদে আগুন

১৪ মার্চ ২০১২

সিরিয়া পরিস্থিতির জন্য দায়ী শিয়ারা৷ তাই তাদেরকে ভয় দেখাতেই বেলজিয়ামে ঐ সম্প্রদায়ের একটি মসজিদে আগুন লাগানো হয়েছে৷ জিজ্ঞাসাবাদে এমনটাই বলছেন অভিযুক্ত মধ্যবয়সি এক মুসলিম৷

https://p.dw.com/p/14KGV
ছবি: picture-alliance/dpa

তিনি বলেন, সিরিয়ায় বিভিন্ন নির্যাতনের ছবি দেখে তিনি বেশ দুঃখ পেয়েছেন এবং সেজন্য তিনি এমন একটা কিছু করতে চেয়েছেন যাতে শিয়ারা আতঙ্কিত হয়৷

আটক ঐ ব্যক্তি তদন্তকারীদের জানান, তিনি একজন সুন্নি এবং দু'সপ্তাহ আগে এই হামলার পরিকল্পনা করেন৷ তিনি একাই এই হামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন৷ তবে কাউকে হত্যার পরিকল্পনা ছিলনা বলেও জানান তিনি৷

উল্লেখ্য, সোমবার দিনের শেষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের অ্যান্ডারলেক্ট উপশহরে একটি শিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় এক ইমামের মৃত্যু হয়৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য