দেশজুড়ে সংঘর্ষ
৬ নভেম্বর ২০১২আটক নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মত জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন এলায় ঝটিকা মিছিল বের করে৷ আর পুলিশ এসব মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়৷ রংপুর, বগুড়া, গাইবন্ধা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সিরাজগঞ্জ এবং বরিশালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে৷ তারা রংপুরসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশের ওপর হামলা চালায় বলে পুলিশের দাবি৷ রংপুরে বাধা পেয়ে স্থানীয় লোকজনের বাড়িঘরে ইট পাটকেল ছুড়লে বিক্ষুব্ধ জনতা জেলা জামায়াতের কার্যালয়ে আগুন দেয় বলে পুলিশ জানায়৷
এদিকে সোমবারের সংঘর্ষের ঘটনায় ঢাকায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, মহানগরের আমির হামিদুর রহমান এবং ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীসহ ৭৩ জনের নাম উল্লেখ করে ৪টি মামলা করেছে পুলিশ৷ অজ্ঞাতসহ মোট আসামি চার শতাধিক৷ ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার আনোয়ার হোসেন জানিয়েছেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ অন্যান্য ধারায় মামলা হয়েছে৷
ঢাকা ছাড়াও দেশের ১১টি জেলায় সোমবারের ঘটনায় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে তারা জামায়াত-শিবিরের ৩২ জন নেতা-কর্মীদের গ্রেফতার করেছেন৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে৷
এদিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অব্যাহত ঝটিকা মিছিলের কারণে সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷