1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুল থেকে সাংবাদিকদের ফেরান, অনুরোধ ম্যার্কেলকে

১৬ আগস্ট ২০২১

আফগানিস্তান থেকে সাংবাদিকদের ফেরানোর জন্য ম্যার্কেলকে অনুরোধ করল ডিডাব্লিউ সহ অনেক সংবাদমাধ্যম।

https://p.dw.com/p/3z1za
সাংবাদিকরা এখন কাবুলের একটি হোটেলে আশ্রয় নিয়েছেন। ছবি: Getty Images/AFP/Shah Marai

জার্মানির সংবাদমাধ্যমগুলি খুবই উদ্বিগ্ন। আফগানিস্তানে কর্মরত সাংবাদিকদের নিয়ে। তারা রোববার জার্মান চ্যান্সেলর ম্যার্কেলকে অনুরোধ করেছে, স্থানীয় আফগানরা, যারা ওই সব সংবাদমাধ্যমের হয়ে কাজ করেছেন, তাদের কাবুল থেকে বের করে নিয়ে আসতে হবে।

ডিডাব্লিউ, ডিপিএ সহ চারটি প্রধান সংবাদপত্র ও ব্রডকাস্টার খোলা চিঠি লিখে জানিয়েছে, তাদের সাংবাদিকদের জার্মানিতে আনার জন্য যেন জরুরি ভিত্তিতে ভিসা দেয়া হয়। 

২০০১ সালে আফগানিস্তানে অ্যামেরিকা যাওয়ার পর থেকে সাংবাদিক, অনুবাদক ও অন্য সহায্যকারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়।  চিঠিতে বলা হয়েছে, ‘‘তারাও আমাদের মতো স্বাধীন সংবাদমাধ্যম, গণতন্ত্র, শান্তিতে বিশ্বাস করে। গত ২০ বছর ধরে জার্মানিও আফগানিস্তানে একই মূল্যবোধ নিয়ে চলেছে।’’

চিঠিতে বলা হয়েছে, ‘‘আফগানরা সহযোগিতা না করলে কখনোই আফগানিস্তানে ঠিকভাবে কাজ করা সম্ভব হতো না। এরা আমাদের সাহায্য করেছে।’’

জীবনের ঝুঁকি
চিঠিতে বলা হয়েছে, ফ্রিল্যান্স কর্মীদের জীবনের ঝুঁকি রয়েছে। সম্প্রতি আফগানিস্তানে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে। সেই প্রসঙ্গ তুলে চিঠিতে বলা হয়েছে, ‘‘মনে হচ্ছে, এই ধরনের আক্রমণ ও সাংবাদিকদের হত্যার ঘটনা বাড়তে থাকবে। আমাদের অনেক কর্মীই বিপদের মধ্যে আছেন। তালেবানও বেছে বেছে মিডিয়া কর্মীদের খুঁজে প্রতিশোধ নিতে পারে। যারা আফগানিস্তানে থাকবে, তারাই নির্যাতনের মুখে পড়বে। তাদের মৃত্যুও হতে পারে।’’

জিএইচ/এসজি (ডিডাব্লিউ)