1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষ মুক্তি পেলেন দুই ফরাসি সাংবাদিক

৩০ জুন ২০১১

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হাতে দীর্ঘ ১৮ মাস আটক থাকার পর মুক্তি পেলেন দু’জন ফরাসি সাংবাদিক৷ আজই তারা ফিরে এলেন নিজ দেশে, ফ্রান্সে৷ বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের জানালেন তাদের বন্দিদশার কথা৷

https://p.dw.com/p/11mGB
আনন্দে উচ্ছ্বসিত চ্যালেন থ্রি-র সহকর্মীরাছবি: picture alliance / dpa

সাংবাদিক দুজন হলেন ক্যামেরাম্যান স্টেফান তাপোনিয়ের এবং এ্যার্ভে ঘেসকিয়ের৷ তারা কাজ করতেন ফ্রান্স থ্রি টেলিভিশন চ্যানেলে৷ ২০০৯ সালের নভেম্বর মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্বে কাপিসা পাহাড়ের কাছ থেকে তাদের অপহরণ করা হয়৷ তাদের সঙ্গে ছিলেন স্থানীয় দোভাষী রেজা দিন৷

আজ প্যারিসের কাছে ভিলাকুব্লে বিমানঘাঁটিতে সকাল আটটায় দুই সাংবাদিক পৌঁছান৷ তাদের স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন পরিবারের সদস্যসহ বন্ধু-বান্ধবরা৷ বিমানঘাঁটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দুই সাংবাদিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন৷ বেশ খোলখুলিভাবেই তারা প্রতিটি প্রশ্নের উত্তর দেন৷ তাদের বন্দি জীবনের ছবি তুলে ধরেন৷ দুজনেই হাসতে হাসতে জানান, তারা এখনো ভাঙা ভাঙা দারি ভাষায় কথা বলতে পারেন৷ ঘেসকিয়ের জোর দিয়ে বলেন:‘‘ আমাদের হত্যার হুমকি দেয়া হয়নি কখনও৷ মারধোরও করা হয়নি৷''

Karzai mit Sarkozy Afghanistan auf Natogipfel
দু’জনেই চেষ্টা করেছেন এবং সফল হয়েছেনছবি: AP

কাবুলে ফরাসি দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ‘‘দু'জন সাংবাদিকই শারীরিক এবং মানসিক দু'দিক থেকেই বেশ ভাল আছেন৷'' টেলিভিশনের পর্দাতেও তা-ই দেখা গেছে৷

স্টেফান তাপোনিয়েরের মা আর্লেত তাপোনিয়ের মুক্তির খবর পাওয়ার পর জানান,‘‘আমি অবশ্যই ঘঁটিতে উপস্থিত থাকবো৷ অত্যন্ত দারুণ একটি খবর৷ অনেক অপেক্ষার পর আমরা জেনেছি ওরা মুক্তি পেয়েছে৷'' প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির দপ্তর থেকে টেলিফোনে আর্লেত তাপোনিয়েরকে স্টেফানের মুক্তির খবর দেয়া হয়৷

প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া ফিঁও জানান, মুক্তির পাওয়ার পরই তাদের দুজনকে আফগানিস্তানের তাগাবে অবস্থানরত ফরাসি সেনাদের কাছে পৌঁছে দেয়া হয়৷ আফগানিস্তানে প্রায় চার হাজার ফরাসি সেনা মোতায়েন রয়েছে৷

প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির দপ্তর থেকে জানানো হয়, প্রেসিডেন্ট এই দুই ফরাসি সাংবাদিকের মুক্তির খবরে অত্যন্ত আনন্দিত৷ সেই সঙ্গে দোভাষী রেজা দিনের মুক্তিতেও সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট৷

Afghanistan Frankreich Nicolas Sarkozy in Camp Warehouse
আফগানিস্তানে প্রায় চার হাজার ফরাসি সেনা মোতায়ন রয়েছেছবি: AP

২০০৯ সালে এই দুই সাংবাদিক নিখোঁজ হন এবং তালেবান তাদের অপহরণ করেছে বলে দাবি করে৷ এবছরের শুরুতে তালেবান জঙ্গিরা ফ্রান্সকে হুমকি দেয় এই বলে যে, যতদিন ফরাসি সেনারা আফগানিস্তানে থাকবে ততদিন এই দু'জন মুক্তি পাবে না৷

প্রেসিডেন্ট হামেদ কারজাই-এর মুখপাত্র সিয়ামাক হেরাভি জানান,‘‘আমরা ফরাসি সরকারসহ এই দুই সাংবাদিককে অভিনন্দন জানাচ্ছি৷ এটা আমাদের সবার জন্য দারুণ এক জয়৷''

পররাষ্ট্র মন্ত্রী প্রেসিডেন্ট হামিদ কারজাইকে এই দুই সাংবাদিকের মুক্তির জন্য প্রেসিডেন্ট হামেদ কারজাইকেও ধন্যবাদ জানান৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক