1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভাইরাস: দক্ষিণ এশিয়ার প্রস্তুতি

৩ ফেব্রুয়ারি ২০২০

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় এ দেশগুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দরকার বিশেষ নজরদারি৷ ডয়চে ভেলে জানতে চেয়েছে এমন কয়েকটি দেশের প্রস্তুতি৷

https://p.dw.com/p/3XBry
উহান থেকে ফেরা ইন্দোনেশিয়ার নাগরিকদের স্প্রে করা হচ্ছেছবি: Reuters/Antara Foto

আফগানিস্তান  

যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের স্থল সীমানা রয়েছে চীনের সাথে৷  আর তাই দেশটি অনেকটা ঝুঁকির মধ্যে বলে মনে করেন ডয়চে ভেলেতে কর্মরত আফগানিস্তানের সাংবাদিক রেজা শিরমোহাম্মদি৷ চীনের উহান শহরে প্রায় অর্ধশতাধিক আফগান নাগরিক রয়েছে৷ এদেরকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে, জানালেন তিনি৷ ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই  উল্লেখ করে তিনি বলেন এরই মধ্যে আন্তর্জাতিক বিশ্বের সহায়তা চেয়েছে আফগানিস্তান৷

Reza Shirmohammadi aus Afghanistan
রেজা শিরমোহাম্মদি, ডয়চে ভেলে, দারি-পশতুছবি: DW/K. A. Rafe

ভারত

উহান শহরে থাকা দেশটির প্রায় তিনশতাধিক নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে৷ নজরদারির জন্য বিশেষ ক্যাম্পে রাখা হয়েছে তাদের৷ উহান শহরের সাথে সব ধরনের যোগাযোগও বন্ধ করেছে ভারত৷  চীনের বৃহত্তম প্রতিবেশি ভারত খুব স্বাভাবিক ভাবেই ঝুঁকির মধ্যে রয়েছে মনে করেন ডয়চে ভেলের ভারত বিভাগের সাংবাদিক শ্রেয়া বাহুগোনা৷ তিনি বলেন বিশাল জনসংখ্যার দেশ ভারতের উচিত যথেষ্ট সচেতনতামূলক প্রচালানা চালানো৷ সেই সাথে এ বিষয়ক সেবা প্রদানের জন্য পর্যাপ্ত প্রস্তুতির দরকার বলেও মনে করেন তিনি৷

Shreya Bahugani aus Indien
শ্রেয়া বাহুগোনা, ডয়চে ভেলে, হিন্দিছবি: DW/K. A. Rafe

পাকিস্তান

চীনের উহানে প্রায় পাঁচ শতাধিক পাকিস্তানি নাগরিক রয়েছে৷ এর মধ্যে দেড়শতাধিক নাগরিক নিজ উদ্যোগে দেশে ফিরে এসেছে৷ উহানে অবস্থানরত নাগরিকদের এ মুহূর্তে দেশে ফিরিয়ে না আনার কথা ভাবছিল দেশটি৷ ডয়চে ভেলেতে কর্মরত পাকিস্তানের সাংবাদিক আদনান ইসাক জানান,  করোনা ভাইরাস ঠেকাতে চীনের সাথে বিমান চলাচল বন্ধ করে দেওয়ার পর তা আবার চালু করা হয়েছে বলে জানান তিনি৷ এ বিষয়ে দেশের বৃহত্তর বিমানবন্দরগুলোতে স্ক্রিনিংসহ সচেতনতামূলক ক্যাম্পেইন বাড়ানোর পরামর্শ দেন তিনি৷ 

Deutsche Welle Urdu Adnan Ishaq
আদনান ইসাক, ডয়চে ভেলে, উর্দুছবি: DW/P. Henriksen

ইন্দোনেশিয়া

উহানে থাকা ২৩৮ জন নাগরিককে ইতোমধ্যে ফিরিয়ে এনেছে দেশটি৷ চীনের সাথে আপাতত বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েচে৷ ডয়চে ভেলের ইন্দোনেশিয়া বিভাগের সাংবাদিক আগুস সেটিয়াওয়ানা বলেন দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী ধরা পরেনি৷ দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছে সরকার, জানান তিনি৷

Indonesien Agus Setiaman
আগুস সেটিয়াওয়ানা, ডয়চে ভেলে, বাহাসাছবি: DW/K. A. Rafe

আরআর/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য