সিরিয়া সংকট
১৯ আগস্ট ২০১৬আলেপ্পো শহরের ভয়ঙ্কর পরিস্থিতি গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে একটি অসহায় শিশুর ছবি৷ তাতে দেখা যাচ্ছে, এক ধ্বংসস্তুপ থেকে তাকে উদ্ধার করার পর বিহ্বল অবস্থায় শিশুটি বসে আছে৷ এই শক্তিশালী প্রতীকী ছবিটি গোটা বিশ্বে যে আবেগ সৃষ্টি করেছে, সম্ভবত তার জের ধরেই বিবাদমান দুই পক্ষ তাদের সুর কিছুটা নরম করছে৷
একদিকে রাশিয়া সমর্থিত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী৷ অন্যদিকে বিদ্রোহীদের জোট৷ আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে জোরালো সংঘর্ষ৷ যেসব মানুষ এখনো শহর ছেড়ে চলে যেতে পারেনি, তাদের জন্য এই পরিস্থিতি এক মানবিক বিপর্যয় ডেকে এনেছে৷ খাদ্য, পানীয়, রসদের অভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে৷ এই অবস্থায় অস্ত্রবিরতি ছাড়া জরুরি ত্রাণ সরবরাহ সম্ভব নয়৷ আগামী সপ্তাহে ‘পরীক্ষামূলকভাবে' ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি মেনে নিতে রাজি হয়েছে রাশিয়া৷ জাতিসংঘের ত্রাণসাহায্য যাতে নির্বিঘ্নে শহরে প্রবেশ করতে পারে, তার জন্য সুরক্ষাও নিশ্চিত করতে চায় সে দেশ৷
সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দে মিস্তুরা রাশিয়ার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন৷ জাতিসংঘ এ ক্ষেত্রে রাশিয়ার কথার উপর নির্ভর করবে বলে তিনি জানিয়েছেন৷ বিশেষ করে আসাদ বাহিনীর রাশ টেনে ধরতে মস্কোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ উল্লেখ্য, সিরিয়ায় মানবিক সাহায্য বিতরণ করতে গত ফেব্রুয়ারি মাসে এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ কিন্তু লাগাতার সংঘর্ষের ফলে গত এক মাসে একবারও ত্রাণ বিতরণ করা সম্ভব হয়নি৷
মানবিক বিপর্যয়ের সমস্যার সমাধানের লক্ষ্যে মার্কিন প্রশাসন সাময়িক যুদ্ধবিরতির বদলে এক স্থায়ী বন্দোবস্তের ডাক দিয়েছে৷ ইউরোপীয় ইউনিয়ন আলেপ্পো শহরে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করে ত্রাণ ও ওষুধপত্র বিতরণ এবং জরুরি অবকাঠামোর মেরামতি সম্ভব করার আহ্বান জানিয়েছে৷
এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)