আলেপ্পোয় যুদ্ধবিরতির সূচনা
১১ আগস্ট ২০১৬ক্লোরিন বোমা ছোট আকারের বোমা৷ একটি বায়ুরোধী আধারে নানা ধরনের ক্লোরিনের বড়ি ও অন্যান্য বিকারক পদার্থ পুরে রাসায়নিক প্রক্রিয়ায় বিস্ফোরণ ঘটানো হয়৷ অপরদিকে ব্যারেল বা পিপে বোমা আসলে একটি আইইডি৷ একটি পিপেতে উচ্চশক্তির বিস্ফোরক, গোলার টুকরো ও পেট্রোল পুরে, সেই পিপে বোমা হোলিকপ্টার থেকে ফেলা হয়৷ সিরিয়ার সরকারি বিমানবাহিনী ইতিপূর্বে এ ধরনের ব্যারেল বোমা ব্যবহার করেছে বলে প্রকাশ৷
বুধবার আলেপ্পোর আল-কুদস হাসপাতালের ম্যানেজার হামজা খাতিব জানান যে, তাঁদের হাসপাতালে চারজন রোগীর বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় মৃত্যু ঘটেছে; এভাবে আহত হয়েছেন আরো ৫৫ জন৷ পিপে বোমার টুকরো ও হতাহতদের জামাকাপড়ের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য রেখে দেওয়া হয়েছে৷
অপরদিকে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার জুবদিয়া অঞ্চলের সিভিল ডিফেন্স রেস্কিউ সার্ভিস, যারা বিমান হানার পর হতাহতদের পরিচর্যা ও স্থানান্তরণের কাজ করে, তারাও একটি পিপে বোমার আঘাতে তিনজনের মৃত্যু ও আরো ২২ জনের আহত হবার কথা জানিয়েছে৷
বুধবার রাশিয়া ঘোষণা করে যে, রুশ সামরিক বাহিনী বৃহস্পতিবার থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে গোলাবর্ষণ বন্ধ রাখবে, যা-তে শহরে ত্রাণসাহায্য পাঠানো যেতে পারে৷ সকাল দশটা থেকে দুপুর একটা অবধি এই সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে, বলে প্রকাশ, যদিও জাতিসংঘের দৃষ্টিকোণ থেকে তা পর্যাপ্ত নয়৷ জাতিসংঘ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি দাবি করেছিল৷
অবশ্য জাতিসংঘের মানবিক সাহায্য ও জরুরি ত্রাণ বিষয়ক অবর সচিব স্টিফেন ওব্রায়েনকে এক হাত নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ-এর কার্যনির্বাহী পরিচালক কেনেথ রোট টুইট করেছেন: ‘‘কারুর উপর দোষ না চাপিয়ে আলেপ্পোর দুর্দ্দশা যে কিভাবে বর্ণনা করতে হয়,'' ওব্রায়েনের বিবৃতি তার নমুনা৷
জার্মানির জনপ্রিয় ‘‘বিল্ড'' ট্যাবলয়েড পত্রিকার সম্পাদক ইউলিয়ান রাইশেল্ট ঠাট্টা করে টুইট করেছেন, ‘‘সুপ্রভাত, মিস্টার স্টাইনমায়ার ও মিস্টার জন কেরি৷ আলেপ্পোয় বেশ সুন্দর একটা ছোটাখাটো গ্যাস আক্রমণ হয়ে গেল৷ কিন্তু এ বিষয়ে আমাদের বিশেষ কিছু করার নেই, ঠিক তাই না?'' সংশ্লিষ্ট দু'জন রাজনীতিক হলেন জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী৷
এসি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)