উত্তরপ্রদেশে নার্সকে ধর্ষণ করে হত্যা, গ্রেপ্তার এক
১৬ আগস্ট ২০২৪ঘটনাটি ঘটেছে গত ৩০ জুলাই সন্ধ্যায়। নয়দিন পর তার দেহ উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করা হয়েছে। তারপর পুলিশ রাজস্থান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।
কলবকাতার আরজি কর হাসপাতালের ভিতরে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর উত্তরপ্রদেশে নার্সের ধর্ষণ ও হত্যা নিয়ে প্রবল আলোড়ন দেখা দিয়েছে। নিরাপত্তার প্রশ্ন নিয়ে সর্বভারতীয় স্তরে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
ওই নার্স কাজ করতেন উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতালে। তিনি তার ১১ বছরের মেয়ের সঙ্গে উত্তরপ্রদেশের বিলাসপুরে থাকতেন। ৩০ জুলাই কাজ শেষ হওয়ার পর তিনি বাড়ি ফেরার জন্য ই-রিক্সতে ওঠেন। তারপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বোন পুলিশের কাছে অভিযোগ জানান।
নয়দিন পর তার বাড়ির থেকে দেড় কিলোমিটার দূরে ডিবডিবা গ্রামের খালি জমিতে তার দেহ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, ওই নার্সের মোবাইল ফোনের অবস্থান দেখে অভিযুক্তের কাছে পৌঁছানো সম্ভব হয়। গত বুধবার তারা রাজস্থান থেকে ধর্মেন্দ্র নামে একজন ঠিকা শ্রমিককে গ্রেপ্তার করেছে। ধর্মেন্দ্র উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা।
পুলিশ সুপার মঞ্জুনাথ জানিয়েছেন, ধর্মেন্দ্র ওইদিন মদ খেয়ে ছিল। নার্সকে দেখার পর সে তাকে অনুসরণ করতে থাকে। এই নার্স যখন বাড়ি ঢুকতে যাচ্ছেন, তখন সে তাকে আক্রমণ করে। সে তাকে পাশের ঝোপে টেনে নিয়ে যায় এবং ধর্ষণ করার পর হত্যা করে। তারপর সে মোবাইল ও ব্যাগে থাকা তিন হাজার টাকা নিয়ে পালায়।
জিএইচ/এসজি(এনডিটিভি)