বাংলাদেশে হরতাল
২৩ সেপ্টেম্বর ২০১২মুসলমানদের মহানবী হযরত মোহাম্মদকে (স.) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবমাননকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে আয়োজিত সমাবেশে শনিবার বাধা দেয়ার প্রতিবাদে আজকের হরতাল কর্মসূচি পালন করে ১২টি ইসলামি দল৷
হরতাল চলাকালে তারা রাজধানীর কয়েকটি এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ মির হাজারীবাগ এলাকা থেকে প্রায় ৪০ জন মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়৷ মিরপুরে পুলিশের সঙ্গে তাদের কিছু সময়ের জন্য ধাওয়া পাল্টা ধাওয়া হয়৷ মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন৷
হরতালে রাজধানীতে যানবাহন চলাচল ছিল কম৷ তাই যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হয়৷ বিমান, রেল ও লঞ্চ চলাচাল স্বাভাবিক থাকলেও দূর পাল্লার বাস এবং মিনিবাস চলাচল করেনি৷ ব্যবসায়ীরা দোকান পাট তেমন খোলেননি৷ তবে সরকারি অফিস আদালত খোলা ছিল যথারীতি৷
রবিবারের এই হরতাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এসম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে৷
এই হরতালে সমর্থন দেয়া ইসলামী ঐক্যজোটের প্রধান মুফতি ফজলুল হক আমিনী ১২টি ইসলামি দলে কারা আছেন তা নিশ্চিত করতে পারেননি৷ স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর অবশ্য বলেছেন, এই হরতালের পেছনে একটি বড় রাজনৈতিক হাত আছে৷ তিনি বলেন, সেকারণেই উত্তরাঞ্চলে সেই দলের নেত্রীর সফর থাকায় তিন জেলা হরতালের বাইরে আছে৷
হরতালে রবিবার পিকেটারদের তেমন না দেখা গেলেও পুলিশ ছিল সক্রিয়৷ জামায়াতে ইসলামীসহ ইসলামি রাজনৈতিক দলগুলোর অফিস পুলিশ সকাল থেকেই ঘিরে রাখে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই